ফটোশপে 3D স্কাই লেয়ার স্টাইল

লেয়ার স্টাইল নিয়ে যখন লেখা শুরু করলাম, তাই আরও একটু বাড়াই। আজকের টিউটোরিয়াল ফটোশপে 3D লেয়ার স্টাইল। নীল রং হল আকাশের রং ব্লু 3d না লিখে তাই 3D স্কাই স্টাইল নামটাই ভালো মনে হল।

১. নিচের মত সাইজের একটা নতুন ডকুমেন্ট্রি নেই।

২. এবার এখানে টেক্সটা যোগ করি। ব্যাকগ্রাউন্ড কি ভাবে যোগ করেছি বলবো না। আপনাদের বুঝে নিতে হবে। আর বুঝতে না পারলে আগের টিউটোরিয়াল দেখুন।

স্টাইল শুরু:

৩. সবার আগে আজও কালার ঠিক করবো তবে এটা মুখ্য নয়, গৌণ রং। এর ওপর সাদা রং প্রলেপ দেয়া হবে। যাই হক নিচের স্কিনসট লক্ষ্য করুন।

৪. এইবার ঐ সাদা প্রলেপ দেয়া হবে Color Overlay এর মাধ্যমে, দিন! Opacity 85% করে দিতে ভুলবেন না।

৫. এখন অভ্যন্তরীণ 3D মেকিং করা হবে। Bevel and Emboss যান। নিচের স্কিনসট এর সেটিং গুলো লক্ষ্য করুন।

৬. আকাশটা নীল রং এর কিন্তু শুভ্র মেঘ গুলো বাদ দিলে চলবে? আসেন ছোপ তৈরি করি।

৭. এইবার মূল কাজ 3D মেকিং যেইটা আমার Drop Shadow করবে।

আপনার ফাইনাল প্রজেক্টটা নিচের মত হবে।

সোর্চ ফাইল ডাউনলোড

3 thoughts on “ফটোশপে 3D স্কাই লেয়ার স্টাইল”

  1. শিবলী ভাই,
    খুব ভাল হয়ছে ।
    আপনার সব tutorial আমার খুব ভাল লাগে।
    চালিয়ে যান

  2. ভাই আপনার কি কোন youtube Chanel আছে ? না থকলে এই টিউটোরিয়াল গুলো দিয়ে একটা Chanel তৈরি করে আমাদের কে সাহায্য করবেন ………

  3. আমার ব্লগ সাইটে আপনারা আমন্ত্রিত। আসুন, দেখুন, পড়ুন, মন্তব্য করুন। আপনার কোন সমস্যা বা অভিযোগ থাকলে তা প্রকাশ করুন।

Leave a Comment