ফটোশপে ব্লু গ্লো টেক্সট ইফেক্ট

বেশ কদিন পরেই টিউটোরিয়াল লিখছি। এবারও ফটোশপ নিয়ে এবং টেক্সট ইফেক্ট। আজ বেশী প্যাঁচাল পাড়বো না। কাজে নেমে পড়ি।

ব্যাকগ্রাউন্ড তৈরি:

১.নিচের মত সেটিং নিয়ে একটা নতুন ডকুমেন্ট্রি নিন।

২. এবার নতুন একটা লেয়ার নিন এবং Ctrl+BackSpace চেপে পুরোটা ফিল করে দিন।

৩. এবার Layer>Layer Style>Gradient Overlay যান এবং নিচের স্টাইল ফলো করুন।

টেক্সট ইফেক্ট:

৪. এবার নিচে আপনি আপনার ইচ্ছা মত ওয়ার্ড লিখুন এবং ইচ্ছা মত ফন্ট দিন। তবে ফন্টটা একটু যেন মোটা হয়। আমি এখানে লিখেছি tutorialbd.com এবং Francais ফন্ট ব্যাবহার করেছি। ফন্টটি আপনার কম্পিউটারে নাও থাকতে পারে, না থাকলে dafont.com থেকে ডাউনলোড করে নিতে পারে।

৫. এবার নিচের লেয়ার স্টাইল অনুসরণ করুন।

এই টেক্সট ইফেক্ট আমি শুধু লেয়ার স্টাইল দিয়েই করেছি। তাই আশা করি কারও কোন সমস্যা হবে না। তবে যদি হয় আমাকে জানাতে পারেন।
আর ফটোশপের সোর্চ ফাইল অর্থাৎ .PSD ফাইলটা এখন থেকে নামিয়ে নিতে পারেন।

বিদ্রঃ কোন কিছুর নাম ঠিক করতে আমার ভীষণ কষ্ট হয়। এই ইফেক্টটার নাম, খুব সুন্দর একটা বাংলা নাম রাখতে চেয়েছিলাম, কিন্তু হল না।

5 thoughts on “ফটোশপে ব্লু গ্লো টেক্সট ইফেক্ট”

  1. শিবলী ভাই আবার ফাটাইয়া দিলেন। কিন্তু ফিডে কি এই পোস্টি গিয়েছিল?
    আপনার সাইটে নিশ্চয় আপনি ব্যাস্ত। ফ্রী হলে আমাকে একটা মিস কল দিয়েন।

  2. আপনার টিউটোরিয়ালটি খুবই কার্যকরী। এত সুন্দর ইফেক্ট আমার জানা ছিলনা। আপনার মতো সময় ব্যয় করে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় তাই আপনার সুন্দর লেখার জন্য ধন্যবাদ।আশা করি টিউটোরিয়ালটি সকলের কাজে লাগবে। আমার একটি ফটোশপ সাইট আছে এচ্ছে করলে দেখে নিতে পারেন।এবং আমাকে সাহায্য করতে পারেন।
    আরো সুন্দর সুন্দর টিপস্ লেখে আমাদের সাহায্য করবেন ।

    1. @photos, মন্তব্যের জন্য ধন্যবাদ।
      আপনার মতো সময় ব্যয় করে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়
      এই কথাটা ঠিক বুঝলাম না। আপনার সাইট দেখলাম ভালোই লাগলো।

Leave a Comment