সি-প্যানেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বেশ কিছু দিন পরে আবার সি-প্যানেল টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সি-প্যানেলের কাজগুলো সহজ হলেও অনেক নতুন ব্যবহারকারী বিষয়গুলো জানেন না। আর তাই জেনে নেই কিভাবে নিজের হোষ্টিং একাউন্ট থেকে সাবডোমেইন তৈরী করবো।
১. সি-প্যানেলের হোম পেজের domains> sub doamin আইকনে ক্লিক করি।
২. নিচের মতো পাতা আসবে। সেখানে ডোমেইনের নাম ও ডিরেক্টরীর নাম লিখে দিতে হবে। create বাটনে ক্লিক করুন।
৩. আমরা test.ferozalam.com বানালাম। তাই test.ferozalam.com has been created! লেখা আসবে।
৪. এবার public_html/test এর সবকিছু test.ferozalam.com এর অন্তগত।
মাহবুব ভাই দেখি A টু Z শুরু করেছেন।
ধন্যবাদ ভাই
Boss
are you great pls to be countenew
i am with you
public html এর মধ্যে test folder করলেন , টেস্ট ফোল্ডারের ভেতরে কি ওয়ার্ডপ্রেস আপলোড করতে হবে?
Yes, This is my Question too. public html এর মধ্যে test folder করলেন , টেস্ট ফোল্ডারের ভেতরে কি ওয়ার্ডপ্রেস আপলোড করতে হবে?