কিছু দিন আগে আমার এক বড় ভাই তার নতুন ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু কম্পিউটার ও আসবাবপত্র কেনার জন্য আমাকে ডাকলো। সব কিছু কেনাকাটা ও ছোট একটি অফিস সেটাআপের পরই বেশ কিছু বেপারে সিদ্ধান্ত নিতে বেশ ঝামেলায় পড়ে গেলাম। তার প্রতিষ্ঠানের একটা নাম, একটা লগো, শ্লোগান ও সার্ভিসসমুহের তালিকা করে দিতে হবে বা সেটা করতে সহায়তা করতে হবে আমাকেই। যদিও অনেক সময় অনেকের লোগো ডিজাইন করে দিয়েছি কিন্তু তার ব্যাবসায়ীক পরিকল্পনা এত বড় যে তার লগোটি বানাতে বা তার এ কাজগুলোকে আমার হাতে করার সাহস পাচ্ছিলাম না। অথচ সে তার ব্র্যান্ডিংটাকে অতটা গুরুত্বপূর্ণও মনে করে নাই এবং সেটাতে বেশি টাকা ইনভেষ্ট করতেও চায় নাই।

একটি ব্যাবসার পরিচিতি ও তার প্রবৃদ্ধি ব্র্যান্ডের উপরে অনেক অংশে নির্ভর করে। “বাটা” জুতার দোকানে ইদানিং অন্য ব্র্যান্ডের জুতাও দেখা যায় । বাটা অন্য কোন প্রতিষ্ঠানের জুতায় তাদের ব্র্যান্ডের সিল লাগিয়ে বিক্রি করে। এই জুতা বিক্রির লাভটা তাদের ব্র্যান্ডের জনপ্রিয়তা বা ব্যাবসায়ীক সুনাম থেকে এসেছে।

আমি কিছু দিন আগে অটোবি থেকে কিছু আসবাব পত্র কেনার পরিকল্পনা করি। এক লোক বলল, সেখানে গেলেই যে ভাল কাঠের আসবাব পাবেন তা নয় এবং বেশি দামে কিনতে হবে। আমি অটবির স-রুম ঘুরে বেশ কিছু ক্রিয়েটিভ কাজ দেখলাম-যা তারাই প্রথম করেছে। বুঝতে পারলাম, আসবাবপত্রে তাদের এতদূর আসার ক্ষেত্রে এটা একটা বড় বেপার। যদিও দামটা একটু বেশ-ই। তাদের ব্যান্ড ও তাদের নাম অনেক দূর এগিয়ে নিয়েছে।
[tutosubscribe]
চট্টগ্রাম এসেও ভাল কোন রেষ্টুরেন্ট পাচ্ছিরাম না। তার পর কয়েকজন থেকে বেশ কিছু রেস্টুরেন্টের নাম বলল। এই নামগুলোর সবার প্রিয় ও পরিচিত নাম। কয়েকটাতে খেয়ে দেখলাম, প্রকৃত পক্ষে তাদের সার্ভিসে একটা ভিন্ন দিক আছে যা সবার কাছ থেকে তাদের আলাদা করেছে। কোনরেস্টুরেন্টের রান্নার মসলা বিদেশ থেকে আনা হয়। কোনটাতে খরচ অনেক কম। আবার কোনটাতে আতিথেয়তাও মুগ্ধ করলো।
[tutoadsense]
এরকম অনেক প্রতিষ্ঠান মালিককেই দেখেছি যারা ব্র্যান্ডিংকে অতটা গুরুত্ব দেয় না, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে খুব বেশি ইনভেষ্ট করতে চায় না। তাদের ধারনা এটা একটা বাড়তি খরচ, অথচ এটা হতে পারে খরচ বাচানোর উপায়। একটু ভাল সেবা দিয়ে, একটু আধুনিক করে কিছু টাকা বেশি দিতে কৃপণতা করে না কেউ।
অনলাইনে ব্র্যান্ডিং এর জন্য অবশ্য আরও অনেক কিছু করার দরকার হয়। সবগুলো বিষয় মিলিয়ে একটি পোষ্ট দিতে হবে। ভাল থাকুন, সাথে থাকুন।
৬ ডিসেম্বর ২০১০
এটা আগে কোথায় যেন পড়েছি।
@শিবলী, হ্যা এটা বিজ্ঞান প্রযুক্তিতে পূর্বে প্রথম প্রকাশ করেছিলাম। লেখাটা টিউটোরিয়ালবিডির পাঠকদের জন্য আবার পোষ্ট করলাম।
হুম আমার লোগো, সাইট সব আছে কিন্তু ভাল কোন ওয়ার্কার নাই……….. শিব্লী ভাইও জোগদি
@ইমরান,
খাইছে লেখা শেষ হবার আগেই পোস্ট হলো কিভাবে?
আমার নাম এরকম এ লিখলেন ক্যান? আর মন্তব্য বুঝি নাই।
@শিবলী,
উপরের কমেন্টটা নির্মানাধীন অবস্থায় ডবল স্পেস চাপার কারনে (সম্ভবত) পোস্ট হয়ে যায়!
তাই আর দ্বিতীয় বার লিখিনি। আপনার নাম আমি ইচ্ছে করে বিকৃত করিনি,লেখার মাঝে পোস্ট হওয়ায় ঠিক করে দিতে পারিনি। আর একই কারনে অর্থও স্পষ্ট নয়।
নতুন ডিজাইন হলে টিউটোরিয়াল বিডির পেজ ভিউ আনেক বাড়বে। জুমালায় প্রিন্ট,পিডি এফ ইমেল ইত্যাদির সুবিধা আছে। আরও আছে ৯ রকম ইউজার ব্যবস্থা।