তৈরিকরুন আপনার নিজের চ্যাট সিস্টেম!

বকবকানি:

ওয়েবসাইটে চ্যাট অনেকেই সংযুক্ত করতে চান। বিভিন্ন চ্যাট সাইট থেকে বিভিন্ন কোড জেনারেট করে ব্যবহার করেন অনেকে। এতে সাইটের স্পীড কমে যায়। আজ আমি আপনাদের এমন একটি চ্যাট সিস্টেম দেখাব যেখানে সাইট বিন্দুমাত্র স্লো হবে না।

ডাউনলোড:

এই চ্যাট সিস্টেমটির বাংলা সংস্করণ ডাউনলোড করুন এখান থেকে। এবং ইংরেজি সংস্করণটি ডাউনলোড করুন এখান থেকে।  (মাত্র ২৩ কিলোবাইট) ডাউনলোড করার পর এটিকে এক্সট্রাক্ট করুন।

ইনস্টল পক্রিয়া।

এটি ইনস্টল  করার জন্য আপনার একটি ডাটাবেজ প্রয়োজন হবে। তাই সি প্যানেল থেকে একটি ডাটাবেজ এবং সাথে একটি পাসওয়ার্ড দিয়ে একটি ইউজার তৈরি করুন। তারপর সেই ডাটাবেজের সাথে একটি ইউজার তৈরি করুন।

এরপর আপনার হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিন এ যান। আপনার ডাটাবেজটি সিলেক্ট করুন। উপরে থেকে import এ ক্লিক করুন। তারপর এখানে Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত ফোল্ডারের tables.sql ফাইলটি চিনিয়ে দিন। ব্যাস কাজ শেষ।

তাহলে আপনার কাছে মোট চারটি তথ্য আছে নিশ্চিত হয়ে নিন:

১। আপনার হোস্ট নেম

২। একটি ডাটাবেজের নাম:

৩। ডাটাবেজ ইউজার নাম:

৪। ডাটাবেজ পাসওয়ার্ড:

এরপর php নামের ফোল্ডারের ajax.php ফাইলটি নোটপ্যাড++ দিয়ে ওপেন করুন। প্রথমেই দেখবেন নিচের লাইনগুলো আছে

1.<span class="contentpagetitle"> </span>/* Database Configuration. Add your details below */
2.
3. $dbOptions = array(
4. 'db_host' => '',
5. 'db_user' => '',
6. 'db_pass' => '',
7. 'db_name' => ''
8. );<span class="contentpagetitle"> </span>

এখানে [”] অংশে আপনার ডাটাবেজের তথ্যগুলো দিন। এরপর এই ফাইলগুলোকে সার্ভারে আপলোড করুন।

তারপর আপনার URL ব্রাউজারে দিন। হয়ে গেল আপনার চ্যাট সিস্টেম।

ডেমো দেখুন:

আড্ডার আসরের চ্যাট সিস্টেমটা দেখুন।

15 thoughts on “তৈরিকরুন আপনার নিজের চ্যাট সিস্টেম!”

  1. বেশ কিছু দিন আগে এরকম স্ক্রিপ্ট খুজেছিলাম। এখন পেয়ে ভালই হলো। বেশ কিছু ভিডিও শেয়ারিং সাইটে চ্যাটিংএর ব্যাবস্থা বেশ ভাল লাগে।

    তাবে এটাতে কি রেজিষ্ট্রেশন করে চ্যাট করতে হয়?

    টিউটোরিয়াল জগতে রাসেলের অবদান অনেক। অনেক দিন পরেই রাসেলের পোষ্ট পেলাম। এখন মনে হয় নিয়মিত পাব।

    অফটপিকঃ
    আমি হয়তো অডিও শেয়ারিং কোন সিষ্টেম বানাবো। অনেকে লেখা পড়তে কষ্ট বোধ করে, তারা শুধু শুনতে আর দেখতে চায়। বাংলাদেশের নেট স্পিড একদিন বৃদ্ধি পাবে সেই দিনের জন্য এখনই কিছু একটা করে রাখা প্রয়োজন। কিছু দিন আগে চীন নিজস্ব ভিডিও শেয়ারিং সাইট বানিয়েছে তাই ইউটিউব বন্ধ থাকাতেও তাদের সমস্যা হচ্ছে না। নিজেদের দেশের কোন কিছু ব্যাবহারের মজাই আলাদা।

    1. @টিউটো, আমি আছি আপনার সাথে! কিন্তু “ভিডিও কনটেন্ট” করার মত কোন ভারো সফটওয়্যার তো পেলাম না আপনার দেয়া লিং এ সব গুলো ছোট।

  2. অসংখ্য ধন্যবাদ ভাই আমি আপনাদের এই ধরনের লেখা থেকে আপাদত শিখতেছি এক সময় কাজে লাগাব তখন পারলে একটু হেল্প কইরেন প্লিজ।

  3. thanks vai , valo laikha boghalen kento ………………….
    kam kora no ja .
    itto kosto koira amar mail-a pathan….
    tahola valo hoyto…
    Please pathan vai pathan…
    please………………………
    vai pathan

Leave a Comment