জুমলা টিউটরিয়াল-দুইঃ লোকাল কম্পিউটারে জুমলা ইনস্টল করা

জুমলার ধারাবাহিক টিউটরিয়ালে সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা নিজের লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ করবো। প্রথমে ওয়াম্প সারবার সেটআপ করবো (যা জুমলা নয়, পিএইচপি টিউটরিয়ালের অংশ, যেহেতু জুমলা পিএইচপি দিয়ে তৈরী তাই লোকাল একটি পিএইচপি ফ্রেম ওয়ার্ক লাগবে) পরে আমরা জুমলা সেটআপ করবো। পজুমরা টিউটরিয়ালের আগের পর্বটি না দেখে থাকলে জুমলা বিষয়ে প্রাথমিক ধারনা নিতে পারেন।

জুমলা ইন্সটল করার জন্য প্রথমে আপনার সার্ভার ইন্সটল করতে হবে।  তাই প্রথমে WAMP প্যাকেজটা ইন্সটল করুন। ইন্সটল করা খুব সহজ। তার পর ও আমি ধাপ গুলো দিয়েছিঃ

প্রথমে WAMP সফটওয়ার টা ওপেন করুন। দেখবেন নিছের মত আসবে।

screenshot1 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

নেক্সট এ ক্লিক  করুন।

screenshot2 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

I accept the agreement  সিলেক্ট করে আবার নেক্সট এ ক্লিক করুন।

screenshot3 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

ডিরেক্টরি পরিবর্তন না করলেও চলবে। নেক্সট এ ক্লিক করুন।

screenshot4 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

আপনার ইচ্ছে হলে সিলেক্ট করুন না হলে নেক্সট এ ক্লিক করুন।

screenshot5 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

ইন্সটল  এ ক্লিক করুন।

screenshot6 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunesইন্সটল হচ্ছে

screenshot7 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

ফিনিশ করুন। এখন wamp server রান হবে। এবং সিস্টেম ট্রে তে নতুন একটি আইকন দেখবেন।

screenshot9 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

এটার মধ্যে ক্লিক করুন।

10 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

এখান থেকে Put Online  এ ক্লিক করুন। প্রথম ধাপ শেষ। আপনার কম্পটার এখন লোকাল সার্ভার এ পরিনত হয়েছে।

এখন আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। ঐখানে localhost (http://localhost/) লিখে Ok করুন। নিছের মত দেখতে পারবেন।

11 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

যদি দেখতে না পান তাহলে আপনার কোন ভুল আছে। ভুল গুলো দেখে আবার চেষ্টা করুন।

এখন আপনি Joomla Install করার জন্য প্রস্তুত।

এবার কি ভাবে জুমলা ইন্সটল করবেন তা ধাপে ধাপে দেখাচ্ছি।

প্রথমে আপনার জুমলা Zip File টিকে একটি ফোল্ডারে decompress করুন। ফোল্ডার টির একটি সহজ নাম দিন যাতে মনে রাখতে পারেন। আমি নাম দিয়েছি blog ।

এখন আপনার C ড্রাইভ বা যে ড্রাইভ WAMP ইন্সটল করেছেন তা ওপেন করুন। WAMP ফোল্ডার টি ওপেন করুন। এখনে দেখবেন WWW নামে একটি ফোল্ডার রয়েছে তার মধে আপনার decompress করা জুমলা ফোল্ডার টিকে পেষ্ট করুন।

এবার আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। ঐ খানে ( http://localhost/আপনার রিনেইম করা ফোল্ডারে নাম)

যেমন আমার ক্ষেত্রে http://localhost/blog লিখে ok করুন। বা http://localhost এখানে গেলে your project এর নিচে আপনার ফোল্ডারটি দেখতে  পাবেন এখানে ও ক্লিক করে যেতে পারেন। ফলে নচের মত দেখতে পবেন,

1  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

এখান থেকে ভাষা সিলেক্ট করে নেক্সট করুন।

2  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

আপনার কম্পিউটারের ক্ষমতা আছে কিনা আর কি কি আছে তার একটি লিস্ট। নেক্সট করুন।

3  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

জুমলার লাইচেন্স সর্ম্পরকে বলছে। যদিও এটা ওপেন সোর্স। নেক্সট করুন।

4  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

এটা একটু সুন্দর ভাবে পূরন করুন। এটা ই প্রধান। আমি নিচের মত করে পূরন করেছি।

5  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

Host name হিসেবে localhost লিখুন। আপনার নাম এবং পাসওয়ার্ড দিন, এবং ডাটাবেজ নেম হিসেবে আপনার ঐ ফোল্ডারের নাম দিন। আমারটির নাম ছিল blog তাই আমি blog দিলাম।

তার পর নেক্সট করুন।

6  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

আপনি FTP মানে File Transfer Protocol ব্যব্যহার করবেন কিনা। তার Configuration করুন। না করলে নেক্সট করুন। আমি করি নাই।

7  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

এখানে আপনার Email ID এবং পাসওয়ার্ড দিন। নিচে দেখবেন Install simple Data নামে একটি Option আছে এখানে ক্লিক করলে একটি সুন্দর জুমলা সাইট ইন্সটল হবে। এটা না করে আপনি নেক্সট চাপুন। তাহলে একটি খালি এবং নতুন সাইট ইন্সটল হবে। তবে আপনি জানার জন্য  Install simple Data করে দেখতে পারেন। অনেক কছু জানতে পারবেন।

8  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

এটা একটু সুন্দর ভাবে খেয়াল করুন। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থকবে। এগুলো মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে।

9  জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

এখনে বলা হয়েছে যে Installation Directory টি Remove করতে। তার জন্য প্রথমে C Drive এ ডুকে

WAMP এ যান । তার পর WWW  থেকে আপনার রিনেইম করা জুমলা ফোল্ডারে ঢুকুন। আমার জন্য এ ফোল্ডারের নাম blog. এখান থেকে Installation ফোল্ডার টি Delete করে দিন। তার পর উপরের চিত্রের মত যেখানে ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন। ব্যস আপনার জুমলা ইন্সটলেশন শেষ হয় গেলো। আপনাকে আপনার নতুন জুমলা সাইটে নিয়ে যাবে।

101 জুমলা শিখুন (পার্ট ৩) (Install জুমলা) | Techtunes

যা দেখতে ইউপরের চিত্রের মত হবে।

ধন্যবাদ সবাইকে।

11 thoughts on “জুমলা টিউটরিয়াল-দুইঃ লোকাল কম্পিউটারে জুমলা ইনস্টল করা”

  1. অনেক অনেক ধন্যবাদ ভাই।আমি আপনার দেয়া তথ্য অনুযায়ী কয়েক স্টেপ যাওয়ার পর এই ম্যাসেজ আসে PreviousError
    An error has occurred.:Could not connect to the database. Connector returned number: Unable to connect to the database:Could not connect to MySQL
    কোথায় ভুল করেছি বুঝতে পারছি না পারলে হেল্প কইরেন।আরেকটু সহজ করে সামনের টিউন গুলো উপস্থাপন করার অনুরোধ থাকল।

  2. bro amar datbase a problem hoise…oikhane likha othe =unable to connect to the database:could not connect to MySQL…bt why…and uthe=connector return number…

      1. @hemel,জুমলা সেটআপের আগে আপনাকে অবশ্যই মাইএসকিউএল ডাটাবেজ বানিয়ে নিতে হবে। সেখানে ডাটাবেজের নাম, ইউজার নাম, পাসওয়ার্ড ও হেষ্টের নাম ঠিক ঠাক ভাবে দিতে হবে। অনেক সময় হোষ্টনেম localhost আবার (হোষ্টভেদে) ভিন্ন নামও দিতে হতে পারে। আশা করি আবার চেষ্টা করলে পারবেন।

  3. boss (জাকির ভাই)
    আমি আজি প্রথম জুমলা ইন্সটল করালাম আপনার মত সবই পেলাম কিন্তু এখন কি করবো ?কিভাবে আমি সাইট বানাবো কোথায় অপলোড কররো নাকি করতে হবে না। তাবে আমার ঠিক
    ঠাকমত হয়েছে , যে রকম অপনি বলেছেন। দয়া করে জানাবেন, কতৃজ্ঞ হলাল, হবো।(প্রয়োজনে কান ধরে শিখাবেন)
    শিপন

  4. আমি Windows XP তে জুমলার একটি সমস্যার জন্য আপনাদের সাহায্য কামনা করছি। সমস্যাটি হল, আমি একটি টিউটোরিয়াল পড়ে XAMPP এর মাধ্যমে জুমলা ইন্সটল শুরু করি, টিউটোরিয়াল এ জুমলা ইন্সটল এর এক পর্যায়ে Load Sample Data, Restore or Migrate Backed Up Content এর Install Sample Data তে ক্লিক করার জন্য বলা হয়েছে, কিন্তু Install Sample Data তে ক্লিক করার পর ইরর Message আসতেছে।
    Message টি এরকম: Error: the XML response was returned from the server is invalid.

  5. Wow, fantastic blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is magnificent, let alone the content!. Thanks For Your article about জুমলা টিউটরিয়াল-দুইঃ লোকাল কম্পিউটারে জুমলা ইনস্টল করা | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment