আমি আপনাদের সামনে জুমলা সম্পর্কে প্রায় সকল কিছু নিয়ে হাজির হচ্ছি। দোয়া করবেন যেন শেষ পর্যন্ত যেতে পারি।
Joomla কিঃ
জুমলা একটি ওপেন সোর্স পিএইচপি, মাইএসকিউএল দিয়ে বানানো ওয়েব সফ্টওয়্যার। আরএসএস ফিড ও ক্যাশিং ফিচার সহ নানাধরেনর উন্নত ফিচার থাকায় বিভিন্ন খবর, ব্লগ বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট বানাতে জুমলা ব্যবহার করা হয়।
১৭ই আগষ্ট ২০০৫ মেমবো এটি তৈরী করেন ও পরবর্তিতে অলাভজনক প্রতিষ্ঠান Miro International Pvt Ltd. এর নামে ট্রেড মার্ক করা হয়। পরবর্তিতে বিভিন্ন সময়ে আপগ্রেড করা হয়, যুক্ত করা হয় নতুন নতুন ফিচার। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ উদ্যোগে হাজার হাজার টেমপ্লেট, প্লাগইন এডন্স বানিয়ে জুমলার ভবিষ্যত আরও উজ্জল করে দিয়েছে।
CMS কিঃ CMS হচ্ছে অনেক গুলো পদ্ধতির সমন্যয়ের সাহায্যে সহযোগিমূলক(অনেক জন ইউজার) পরিবেশে কাজের ধারা ঠিক রাখার একটি প্রক্রিয়া।এবং এটি নিচের নিয়ম অনুসরণ করে তৈরী করা হয়ঃ
- 1. অনেককে তাদের ডাটা জমা রাখা এবং শেয়ার করায় সাহায্য করা
- 2. তথ্য গুলো কে ইউজার অনুযায়ী ব্যবহার করার অনুমোতি দেওয়া। যেমনঃ কোন ইউজার লিখতে পারবে। কেউ পড়তে পারবে কেউ লিখতে পড়তে ও ডিলিট করতে পারবে ইত্যাদি অনুযাই ভাগ করা।
- 3. তথ্য জমা রাখা এবং পুনরায় ফিরে পেতে সাহায্য করা।
- 5. সহজে রিপোর্ট লেখা তৈরি করতে সাহায্য
- 6. এবং ব্যবহারকারীদের মধ্যে সহায্য যোগাযোগ রাখতে সহযোগিতা করা।
জুমলা দিয়ে কত সহজে কত সুন্দর ওয়েব সাইট তৈরি করা যায় তা ব্যবহারের আগে বোঝা যায় না। যারা ব্যবহার করে তারাই জানে। জুমলা হচ্ছে ওপেন সোর্স সফটওয়ার। আপনাকে এরজন্য কোন টাকা দিতে হবে না। জুমলা সম্পর্কে আরো জানতে চলে যান তাদের সাইটেঃ http://www.joomla.org/about-joomla.html এটি দিয়ে করপোরেট, নন করপোরেট সহ নিজের একটি সাইট সহজে তৈরি করা যায়।
প্রয়োজনীয় ডাউনলোডঃ
জুমলা শিখার জন্য কি কি লাগবে আমি আজ তা নিয়ে আলোচনা করব।
জুমলা শিখার জন্য বা ব্যবহার করার জন্য প্রথমে জুমলার সর্বোশেষ ভার্শন টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.joomla.org/download.html
এটি আপনার কম্পিউটারে চালানোর জন্য PHP ও MySQL সহ একটি ওয়েব সার্ভার ইনস্টল করা লাগবে। যেমন Apache.
এগুলো ভিন্ন ভিন্ন ভাবে ইনস্টল না করে প্যাকেজ হিসেবে ইন্সটল করা সুবিদা জনক ।
আর windows এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে WAMP(Apache MySQL and PHP for Windows)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.wampserver.com/en/download.php
Linux এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে LAMP (Apache MySQL and PHP for Linux)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.howtoforge.com/lamp_installation_ubuntu6.06
MAC এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে MAMP (Apache MySQL and PHP for MAC)
ডাউনলোড লিঙ্কঃ http://www.mamp.info/en/downloads/index.html
আর যেকোন Operating System এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে XAMPP(Apache MySQL and PHP for X) এখানে X বলতে Any Operating System বুঝায়।
ডাউনলোড লিঙ্কঃ http://www.apachefriends.org/en/xampp.html
এখানে গিয়ে আপনি কোন Operating syetem এর জন্য ডাউনলোড করতে চান তা ঠিক করুন।
আপনি যে Operating System ই ব্যবহার করেন না কেন কোন সমস্য হবেনা। এগুলো Install করা খুবই সহাজ।
আমরা যেহেতু সবাই Windows ই ব্যবহার করি তাই আপনি জুমলা(এখান থেকে) এবং WAMP প্যাকেজ Software টি (এখান থেকে) ডাউনলোড করে রাখুন। আমি খুব অল্প সময়ের মধ্যে ই Install প্রক্রিয়া নিয়ে হাজির হব। তাহলে আজকের মত এটুকুই ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
কোন সমস্যা হলে মতামতে জানাবেন।
খুব ভাল উদ্যোগ আশা করি বিস্তারিত ভাবে নিয়মিত লিখবেন,ধন্যবাদ।
‘amra shobai windows use kori’ mane? Me and most of my friends use linux. Jak ga, nice post 🙂
@Kabbo,
আর কে কে ওদের সাথে কুলাকুলি করে হবেতো!
জাকির ভাই আমার মনে হয় আপনাকে ……………… না ভাই আমি বিল গেটসনা তাই দিতে পারব না……… তবে ভারচুয়ালি বৃষ্টি ভেজা ভারচুয়াল কদমের ভারচুয়াল শুভেচ্ছা……….
ইমরান ভাই, জাকির ভাই বলেন আর বাংলার বিল গ্রেটস বলেন তার লেখা পড়লে অনেক মজা লাগে এবং মনে থাকে। আপনের টাও। ভাল থাকেন।
ভাই আমি জুমলাতে নতুন আমাকে সাহায্য করবেন প্লিজ।
ভাই এই সাইড টা পড়ে খোব ভাল লাগলো। আমি এখন জুমলা ও মাই এস কিউএল (উইনডোজের জন্য যেটা) নামাইতে ছি , যখনসি সমস্যায় পড়বো তখনি আপনাদের দারস্ত
হবো কান ধরে বুঝিয়ে দিবেন।
বিনয়বনাত শিপন
ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন।
আপনার এই উদ্যোগ দেখে আমার খুবই ভাল লেগেছে। আশাকরি আপনি এই লেখালেখির আগ্রহ সবসময় বজায় রাখবেন।
আমি জুমলা দিয়ে তৈরি সাইট ফ্রী hostsrver এ upload করতে পারব কী না?
যেমন-http://www.000webhost.com/
http://x10hosting.com
জুমলা সাইট hostsrver এ upload করতে cpanel,ftp,mysql এ তিন টাই কী থাকতে হবে?
জুমলা সাইট কীভাবে hostsrver এ upload করা যায়?
জানার আশায় থাকলাম
ধন্যবাদ
valolegeche
আমি জুমলা দিয়ে তৈরি সাইট ফ্রী hostsrver এ upload করতে পারব কী না?
যেমন-http://www.000webhost.com/
http://x10hosting.com
জুমলা সাইট hostsrver এ upload করতে cpanel,ftp,mysql এ তিন টাই কী থাকতে হবে?
জুমলা সাইট কীভাবে hostsrver এ upload করা যায়?
জানার আশায় থাকলাম
Wow, awesome blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is wonderful, as well as the content!. Thanks For Your article about জà§à¦®à¦²à¦¾ টিউটরিয়াল-à¦à¦•ঃ পà§à¦°à¦¾à¦¥à¦®à¦¿à¦• আলোচনা ও পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨à§€à§Ÿ ডাউনলোড | টিউটোরিয়ালবিডি .