Mozilla Firefox থেকে Chrome এ বুকমার্ক বা Chrome থেকে Mozilla Firefox এ বুকমার্ক নেওয়ার পদ্বতি।

Mozilla Firefox থেকে Chrome এ বুকমার্ক বা Chrome থেকে Mozilla Firefox   এ বুকমার্ক নেওয়ার পদ্বতি।

প্রথমে Mozilla Firefox  থেকে Chrome:

আপনি প্রথমে মজিলার মেইন মেনুতে গিয়ে Bookmarks  এ ক্লিক করুন ।

তার পর Organize Bookmark e click করুন।

তার পর   Import and Backup এ click করুন।

এখান থেকে Export to HTML এ ক্লিক করুন। নতুন একটা window আসবে।

কোথায় সেব করবেন তা ঠিক করুন। এবং একটা নাম দিয়ে সেভ করুন।

এবার Chrome open করুন। setting এ click করে Bookmark Manager e click করুন।

এখান থেকে Import  HTML  এ click করুন।

একটু আগে save  করা file টি select করুন। ব্যস হয়ে গেল।

Chrome থেকে Mozilla Firefox:

Chrome open করুন। setting এ click করে Bookmark Manager e click করুন। এখান থেকে  Export HTML এ click করুন। কোথায় সেব করবেন তা ঠিক করুন। এবং একটা নাম দিয়ে সেভ করুন।

মজিলার মেইন মেনুতে গিয়ে Bookmarks  এ ক্লিক করুন । তার পর Organize Bookmark e click করুন।

তার পর I  Import and Backup এ click করুন। এখান থেকে Import  HTML  এ click করুন।  নতুন একটা window আসবে। একটু আগে save  করা file টি select করুন। ব্যস হয়ে গেলো ।  দুই পদ্ধতিই একই রকম তাই screen short  দি নি।

1 thought on “Mozilla Firefox থেকে Chrome এ বুকমার্ক বা Chrome থেকে Mozilla Firefox এ বুকমার্ক নেওয়ার পদ্বতি।”

  1. পাঠকের কথার মূল্যায়ন করতে নতুন টিউটরিয়ালটি প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, জাকির ভাই। আশা করি আপনার প্রবেশে আমাদের শিক্ষা জগত আরও সম্প্রসারিত হবে।

Leave a Comment