সি প্রোগ্রামিং এর প্রয়োজনীয় সফটওয়্যার ও কয়েকটি বই ডাউনলোড করুন

বিসমিল্লাহহির রাহমানের রাহীম।সবাইকে সালাম জানিয়ে  শুরু করছি। শুধু মাত্র সাধারন ইউজারদেরকে  প্রোগ্রামিং লেনগুয়েজ সম্বন্ধে  ধারনা দেওয়ার জন্য আমার এই  চেষ্টা। দোয়া করবেন আমি যেন সফল হই। C প্রোগ্রামিং লেনগুয়েজ সম্পর্কে ভাল দখল রাখতে হলে প্রয়োজন প্রাকটিস। আমি আগে যা আলোচোনা করেছি তা হচ্ছে থিওরি। C প্রোগ্রামিং লেনগুয়েজ ভাল উপায় হচ্ছে থিওরির পাশাপাশি ছোট ছোট প্রোগ্রাম প্রাকটিস করা। আজ আমি আপনাদের প্রয়োজনীয় সফটওয়ার ও বই ডাউনলোড সম্পর্কে বলব। C প্রোগ্রামিং লেনগুয়েজ এর প্রোগ্রাম রান করার জন্য একটি কমপাইলার প্রয়োজন। নিচের লিঙ্ক থেকে Tarbo C 3.0 কমপাইলারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোডের জন্য   ক্লিক করুন  ডাউনলোড লিঙ্ক

তার পর  TC3SETUP.EXE নামের ফাইল টি ওপেন করুন। তারপর নিচের ধাপ গুলো অনুসরন করুন। step1 C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৩)(প্রয়োজনীয় ডাউনলোড) | Techtunes

ধাপ ১

ওকে চাপুন

step2 C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৩)(প্রয়োজনীয় ডাউনলোড) | Techtunes

ধাপ ২

আন জিপ করুন

step3 C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৩)(প্রয়োজনীয় ডাউনলোড) | Techtunes

ধাপ ৩

ওকে করুন ইনস্টল কমপ্লিট হয়েছে।

এবার আপনি একটা প্রোগ্রাম রান করান জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন

ধাপ ১

প্রথমে আপনার c ড্রাইবে যান।

step41 C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৩)(প্রয়োজনীয় ডাউনলোড) | Techtunes

ধাপ ২

এটার ফোল্ডার গুলো হাইড হয়ে থাকলে আনহাইড করুন।

step5 C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৩)(প্রয়োজনীয় ডাউনলোড) | Techtunes

ধাপ ৩

TC ফোল্ডারে ডুকুন।

step6 C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৩)(প্রয়োজনীয় ডাউনলোড) | Techtunes

ধাপ ৪

BIN ফোল্ডারে ডুকুন। এবং TC ফাইলটি অপেন করুন।

step7 C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৩)(প্রয়োজনীয় ডাউনলোড) | Techtunes

এবার আপনি প্রোগ্রাম লিখে রান করার জন্য প্রস্তুত। কোন একটি প্রোগ্রাম লিখে রান করার জন্য নিচের ধাপ গুলো আনুসরন করুন।

ধাপ ১

FILE মেনুতে ক্লিক করে NEW তে ক্লিক করুন। তারপর  যেকোন প্রোগ্রাম লিখুন। খেয়াল রাখবেন কোন কমা, সেমিকোলন যেন বাদ না যায়।

ধাপ ২

লেখা শেষ হলে RUN মেনুতে ক্লিক করে RUN চাপুন।  কোন ERROR দেখালে ভুল গুলো কি কি তা দেখে ঠিক করুন। যত বার ERROR দেখাবে তত বার এ ধাপ অনুসরন করুন।

ধাপ ৩

RUN কম্পলিট হলে WINDOW মেনুতে ক্লিক করে out put এ ক্লিক করুন। ব্যস এবার আপনার প্রোগ্রামের OUT PUT দেখবেন। এবং আপনি যদি সফল হন তাহলে কত যে খুশি হবেন তা আপনিই বুঝবেন।

এতখন যে কম্পাইলাররের কথা বলছি তা খুবই পুরাতন কম্পাইলার। এবার আপনাকে ভালো মানের একটি কম্পাইলার সাথে পরিচয় করিয়ে দিব।এটি সাধারন সফটওয়ারের মত।

এর নাম Borland C++ 4.5 ডাউনলোডের জন্য   ক্লিক করুন  ডাউনলোড লিঙ্ক

ডাউনলোড করে আনজিপ করে INSTAL নামক ফাইলটি অপেন করে সেট আপ করে নিন। এটি সাধারন সফটওয়ারের মত। সেট আপ শেষ হলে নিচের ধাপ গুলো আনুসরন করুন।

START>>PROGRAMS>> Borland C++ 4.5>> Borland C++

এবার আপনি প্রোগ্রাম লিখে রান করার জন্য প্রস্তুত। এটায়  কোন একটি প্রোগ্রাম লিখে রান করার জন্য নিচের ধাপ গুলো আনুসরন করুন।

ধাপ ১

FILE মেনুতে ক্লিক করে NEW তে ক্লিক করুন। তারপর  যেকোন প্রোগ্রাম লিখুন। খেয়াল রাখবেন কোন কমা, সেমিকোলন যেন বাদ না যায়।

ধাপ ২

লেখা শেষ হলে DEBUG মেনুতে ক্লিক করে RUN চাপুন।  কোন ERROR দেখালে ভুল গুলো কি কি তা দেখে ঠিক করুন। যত বার ERROR দেখাবে তত বার এ ধাপ অনুসরন করুন।

যদি কোন ভুল না থাকে তাহলে আপনাকে OUT PUT দেখাবে। আপনি Borland C++ সফটওয়ারটিই ব্যবহার করুন এটি ব্যবহার করতে খুব সহজ।

এতক্ষন যা আলোচনা করেছি কম্পিউটার জগতে যারা নতুন তারা ছাড়া মোটামুটি সবাই পারবেন। কিন্তু এবার কিছু খুবই গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করব। প্রোগ্রামিং শেখার জন্য প্রয়োজন প্র্যাকটিস।নিচে C Programming সেখার ৩টি জনপ্রিয় বই এর নাম ও ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। বই গুলো ডাউনলোড করে এদের ভিতরের প্রোগ্রাম গুলো আপনার যেকোন সি কম্পাইলার দিয়ে রান করানা। পারলে বই গুলোর যেকোন একটি সম্পুর্ন পড়ুন। কোন সমস্যা হলে যারা প্রোগ্রামিং জানে তাদের কাছে যান এবং সমস্যা সমাধান করুন।

বই ১

নাম THE C PROGRAMMING LANGUAGE (SECOND EDITION)

লেখক BRIAN W.WERNIGAN ও SANNIS M.RITCHI (সি প্রোগ্রামিং প্রস্তুত কারক।)

PROGRAMMING Language C

ডাউনলোডের জন্য   ক্লিক করুন  ডাউনলোড লিঙ্কঃ

বই ২

PROGRAMMING WITH C (SECOND EDITION)

লেখক BURON GOTTERIED আপনি এ বই টি ভাল করে দেখবেন। এতে সব কিছু একটু সহজ ভাবে বুঝিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

programing with c

ডাউনলোডের জন্য   ক্লিক করুন    ডাউনলোড লিঙ্ক

বই ৩

The C+ + Programming Language (Third Edition)

লেখক Bjarne Stroustrup(সি++ প্রোগ্রামিং প্রস্তুত কারক।) ডাউনলোডের জন্য   ক্লিক করুন ডাউনলোড লিঙ্কঃ

আজ এ পর্যন্তই আবার নতুন পোস্ট নিয়ে হাজির হব। আর কোন সমস্য হলে আমাকে মেইল বা কমেন্ট করে জানাবেন। সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

10 thoughts on “সি প্রোগ্রামিং এর প্রয়োজনীয় সফটওয়্যার ও কয়েকটি বই ডাউনলোড করুন”

  1. ধন্যবাদ বইগুলোর জন্য

    ANSI C বইটা আপনার সংগ্রহে আছে? থাকলে আমাকে একটু কষ্ট করে মেইল করবেন 🙂

Leave a Comment