ফটোশপে তৈরী করি ওয়েব সাইটের বিজ্ঞাপন ব্যানার

আজ আমরা দেখবো কিভাবে ফটোসপে ব্যানার বানানো যায়। পর্যায়ক্রমে আমরা শিখব অ্যানিমেটেড ব্যানার, 125×125 ব্যানার অ্যানিমেটেড ব্যানার, 728×90 ব্যানার, 250×250 ব্যানার, 160×600 ব্যানার ইত্যাদি।

যদিও এই টিউটোরিয়ালটি পড়ার পর কেউ কেউ বলবে যে, এটা সফটওয়ার দিয়ে তৈরি করা যায় তবুও আমি দিচ্ছি যারা সফটওয়ার ব্যবহার না করে মাথা খাটিয়ে ফটোসপ দিয়ে তৈরি করতে চান।

যারা এই ফালতু পোস্টটি পড়ে বিরক্ত হতে চান না তারা কিবোর্ড থেকে Ctrl+F4 চাপুন। আমি অদৃশ্য হয়ে যাব।

এই অংশের পরেও যারা পড়ছেন তারা ঝটপট ফটোসপ ওপেন করে ফেলুন। আজ আমরা শিখব 468×60 সাইজের ব্যানার তৈরি। তাই এই সাইজের একটি নতুন ফাইল নিন।

banner maker 1 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

আজ আমরা পেন টুল দিয়ে কাজ করব। পেনটুল দিয়ে প্রথমে চিত্রের মত করে এঁকে নিন। যারা পেনটুল নিয়ে কাজ করতে পারে না তাদের চুপি চুপি বলছি পেনটুল দিয়ে দারুন গ্রাফিক্স করা যায়।

banner maker 2 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

কিবোর্ড থেকে p চাপলেই পেনটুল সক্রিয় হবে। তারপর জায়গামত ক্লিক, ড্র্যাগ করে কাজ করতে হবে। যেখান থেকে শুরু করবেন সেখানে গিয়ে শেষ করবেন। আমি প্রথমে গাঢ় লাল রং নিয়ে পেন টুল দিয়ে নিচের মত ব্লক করলাম

banner maker 3 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

তারপর আবার হলুন রং নিয়ে নিচের মত ব্লক করলাম

banner maker 4 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

এরপর ইমেজটাকে ফ্ল্যাটেন করতে হবে। এর আগের আমরা Flatten Image করা শিখেছি। পারা দেখেন নি তারা দেখেনিন কিভাবে ফ্ল্যাটেন করতে হয়

banner maker 6 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

এরপর সাদা অংশ ম্যাজিক টুল দিয়ে ব্লক করে ফেলুন। কিবোর্ড থেকে w চাপলে ম্যাজিক টুল সক্রিয় হয়।

banner maker 7 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

কালার প্যালেটে কমলা রং সিলেক্ট করে কিবোর্ড থেকে Alt+backspace দিন।

banner maker 8 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

ওয়েব লিংক দেওয়ার জন্য ডানের শেষের দিকে একটি বক্স আঁকতে হবে। কালার প্যালেটে থেকে কালার সিলেক্ট করার পর rounded rectangle tool সিলেক্ট করুন
banner maker 9 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

আমি নিচের রঙে দিলাম।

banner maker 10 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

ওখানে আপনার কাংখিত ওয়েব লিংকটা টাইপ টুলের সাহায্যে দিন। কিবোর্ড থেকে t চাপলে টাইপটুল সক্রিয় হবে
banner maker 11 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

আপনি যে বিষয়ের উপর ব্যানার বানাচ্ছেন তার শিরোনাম বড় করে দিন

banner maker 12 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

সেই শিরোনামের স্লোগান দিন

banner maker 13 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

আপনি চাইলে লোগেও ধরে এনে এখানে বসাতে পারেন ঘাড় ধরে
banner maker 14 ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

দেখুন তো ব্যানারটি কেমন হল!!

ubuntu ফটোসপে ব্যানার তৈরি করুন (468x60) | Techtunes

সোর্স ফাইল চাইলে এখান (৪৮ কিলোবাইট) থেকে ডলো করতে পারেন।

আমাকে পাবেন

http://img149.imageshack.us/img149/240/onubad.gif http://img229.imageshack.us/img229/4690/tutobd.gif http://img39.imageshack.us/img39/1724/gallery1z.gif

এনিমেটেড ব্যানার বানানোর পদ্ধতি

আমরা দেখবো কিভাবে ব্যানারকে সিম্পল অ্যানিমেটেড করা যায়। এই ধাপে আপনাকে ফটোসপ এবং ইমেজরেডি ব্যবহার করতে হবে।যারা শিখতে চান তারা ফটোসপ ওপেন করুন। নতুন একটি ফাইল নিন 468×60 সাইজের। রেজুলেশন দিন ৭২।

animated banner 1 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

কালার প্যালেটে আকাশি রং সিলেক্ট করে পেন টুল দিয়ে চিত্রের মত স্থান সিলেক্ট করে নিন (কিবোর্ড থেকে p চাপলেই পেনটুল সক্রিয় হবে)

animated banner 1 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

তারপর কালার প্যালেট থেকে লাল রং সিলেক্ট করে rounded rectangle tool সিলেক্ট করে বামে নিচের দিকে নিচের মত সিলেক্ট করুন।

banner maker 9 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

animated banner 2 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

আপনি চাইলে লাল রঙের এই অংশটুকু হাইলাইট করার জন্য ব্লেন্ডিং অপশন ব্যবহার করতে পারেন। এজন্য এই অংশের লেয়ারের উপর রাইট ক্লিক করুন। (লেয়ার প্যালেট আনতে কিবোর্ড থেকে F7 চাপুন)

animated banner 3 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এখান থেকে Blending Options এ ক্লিক করুন। এবং চিত্রের মত স্ট্রোক দিন

animated banner 4 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

বাকী থাকা সাদা অংশ ম্যাজিক টুলের সাহায্যে ব্লক করুন (কিবোর্ড থেকে w চাপলে এটি সক্রিয় হবে)

animated banner 5 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এখানে গ্রেডিয়েন্ট দিন। (কিবোর্ড থেকে g চাপলে এটি সক্রিয় হবে) আমি চিত্রের মত দিলাম

animated banner 7 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এরপর আপনার সাইটের শিরোনাম দিন। আমি টিউটোবিডি কে নিচের মত দুই রঙে দিলাম

animated banner 8 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes
animated banner 9 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

নিচের লাল অংশে সাইটের ঠিকানা দিন

animated banner 10 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এরপর ডান পাশের ফাকা স্থানে আপনার সাইট সম্পর্কে লিখতে পারেন।

animated banner 11 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এখানে একটা ব্যাপার লক্ষনীয় যে, যেহেতু আমরা একাধিক টেক্সট দিব তাই আমরা একটি টেক্সট দেওয়া শেষ হয়ে গেলেই লেয়ার প্যালেট থেকে টেক্সটকে অদৃশ্য/hide করে রাখব। নিচের চিত্রের স্থানে ক্লিক করে টেক্সট লেয়ার বা যে কোন লেয়ার হাইড করে রাখা যায়

animated banner 12 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এরপর আরেকটি টেক্সট দিন। এভাবে যতগুলো ইচ্ছ ততগুলো দিন

animated banner 13 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

অনেকগুলো টেক্সট দেওয়ার পর আমাদের ফটোসপের কাজ শেষ। এরপর আমরা ইমেজরেডিতে শিফট করব। এজন্য চিহ্নিত স্থানে ক্লিক করুন

animated banner 14 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

ইমেজরেডিতে গেলেই অ্যানিমেশন নামে একটি টুলবার পাবেন। এটা না থাকলে উইন্ডোমেন্যু থেকে এনে নিন। এখান থেকে আপনার যতটি টেক্সট ততটি ফ্রেম কপি করুন। ফ্রেম কপি করতে চিত্রের স্থানে ক্লিক করুন

animated banner 15 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

আমি লেখায় তিনটি টেক্সট দিয়েছি বলে তিনটি ফ্রেম তৈরি করেছি

animated banner 16 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

খেয়াল রাখবেন প্রতিটি ফ্রেমের উপর ক্লিক করলে যেন আপনার প্রতিটি টেক্সট দেখা যায়। এটা আপনি লেয়ার প্যালেট থেকে করতে পারবেন। শুধুমাত্র এখান থেকে Show/Hide এ ক্লিক করে করা যায়। এখান থেকে চোঁখ চিহ্নিত স্থানে ক্লিক করে শো বা হাইড করতে পারবেন।

এরপর আপনাকে প্রতিটি ফ্রেমের অ্যানিমেশন এর সময় দিতে হবে। সবগুলো ফ্রেম সিলেক্ট করে চিত্রের স্থানে ক্লিক করে নিচের মত সময় নির্ধারণ করে দিন

animated banner 17 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যেন, বামপাশে Once এর স্থলে Forever করা থাকে। এখানে Once থাকলে অ্যানিমেশন একবার হবে এবং Forever থাকলে অ্যানিমেশন চলতেই থাকবে।

তারপর এটি সেভ করার পালা। এটিকে সেভ করতে File>Save Optimized As এ ক্লিক করুন

animated banner 18 ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এরপর একটি নাম দিয়ে সেভ করুন। আমি উপরোক্ত ইমেজটি সেভ করলাম। দেখুন কেমন হল

tutobd banner ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

এই টিউটোরিয়ালটি লিখতে ১৮ টি ইমেজ ব্যবহার করা হয়েছে যার সাইজ মাত্র ৩২০ কিলোবাইট এবং এই ইমেজগুলো আমার নিজস্ব সার্ভার থেকে স্ট্রিমিং করা হয়েছে। ইমেজগুলোর মান অক্ষুণ্ণ রেখে সাইজ বিশেষ ব্যবস্থায় কমানো হয়েছে যাতে টিউটোরিয়ালটি তাড়াতাড়ি ওপেন হয় এবং আপনাদের ব্যান্ডউইডথ কম ফুরোয়। big smile ফটোসপে অ্যানিমেটেড ব্যানার তৈরি করুন (468×60) | Techtunes

আশাকরি কিছুটা হলেও শিখতে পেরেছেন। ধন্যবাদ মনযোগসহকারে পড়ার জন্য।

10 thoughts on “ফটোশপে তৈরী করি ওয়েব সাইটের বিজ্ঞাপন ব্যানার”

  1. খুবই সুন্দর কাজ করেছেন রাসেল ভাই। আমি চিন্তা করছি টিউটরিয়ালবিডির একটি বিজ্ঞাপন বানাবো। আপনার সহযোগিতা দরকার।

  2. সুন্দর উপস্থাপনা! কাজটি খুব সহজ কিন্তু আউটপুট অসাধারণ।
    ধন্যবাদ রাসেল ভাই।

  3. @ashim : অনেক দিন পরে অসীম ভাইকে মতামতে পেলাম। আপনার নিয়মিত উপস্থিত কামনা করছি। রাসেলের টিউটরিয়ালটি আসলেই দারুন।

  4. আমি আমার বন্ধুর পিসিতে এনিমেশনটি করে ছিলাম। কিন্তু আমার পিসিতে সেভ করার পর এনিমেশন হয় না। আমি পুরাতন ভারসন ফটোশপ ০৭ ব্যবহার করেছি। দয়া করে সহযোগিতা করলে খুশী হবো। ধন্যবাদ।

  5. nikolai কে: একই ভার্শণের ফটোশপ ব্যবহার করে দেখেন। জিআইএফ ফরমেটে সেভ করলে আপনার পিসিতেও সমস্যা করবে না। ধন্যবাদ।

    1. @ইমরান, একটা জিনিস বুঝতেছি না। আমাদের টিউটরিয়াল বিডির টিউটোরিয়ালকে(পোস্ট) সবাই টিউন বলে কেন? টিউন টেকটিউনস এর জন্য প্রজয্য। টিউটরিয়াল বিডির পোস্টকে টিউটোরিয়াল বলতে হবে।
      অন্যথায় আমি তার নামে মান হানির মামলা করবো!

      1. @শিবলী,
        এ দুটোর মধ্যে পার্থক্য কী?
        অন্যথায় আমি তার নামে কমেন্ট হানির মামলা করবো!। 🙂
        নাকি বিষয়টা এ রকমঃ
        টেকটিউনস=টিউন (উদাঃএই টিউন জোস)
        টিউটেরিয়ালবিডি=টিউটেরিয়াল (এই টিউটেরিয়াল জোস)
        blogger-shibly.blogspot=শিবলি(উদাঃএই শিবলি জোস)
        imrantalukder.blogspot= তালুকদার(উদাঃএই তালুকদার জোস)
        ফেসবুক=বুক (উদাঃএই বুক জোস)
        গুগল=গুল (উদাঃএই গুল জোস)
        🙂 🙂 ,-)

        বিষেশ দ্রবষ্টঃ এ কমেন্ট শুধুই মজার জন্য………………কেউ মাইন্ড করবে না। প্রকৃত পক্ষে আমি বুঝতে পেরিছি এবং এই ভুল আর হবেনা ইনশাআল্লাহ………….

Leave a Comment