সহসা কোন ছোঁয়া।

সহসা কোন ছোঁয়া

অসীম কুমার পাল

বিষ্ময় জড়ানো মুখশ্রী অন্তে ছল ছল করছে দুখানি অশ্রু লোচন

বলতে পারব না সুর-মেহিনীতে কখন যেন ঢেউ তুলেছে বেদনার মৃদু স্পন্দন।

একখানি প্রশ্ন,     তুমি আমাকে ভয় পাও?

কারারুদ্ধ কন্ঠনালী যেন সাড়া দিতে চাইছে না,তবুও প্রতিদ্ধনি ছন্দ ছড়ালো

কে তুমি? যে তোমাকে আমি ভয় পাব।

সত্যশ্রয়ীতে আমি অদ্বিতীয় নই, তবুও অন্তর্জামী সত্যেন্দ্র দু বাহু বাড়ালো।

কোন অন্তপূরের রাজকুমার আমি নই, আমি কোন অস্থির প্রেতাত্মা

সত্যাবতী আর সত্যেন্দ্র এর দন্দ্ব যুদ্ধে উন্মাদ কোন নরসিংহ সত্বা।

সত্যেন্দ্র এর অন্তভূমে দষী করলাম সত্যাবতীকেই

কোন অন্তপূরের রাজকুমার তুমি নও , তুমি রাজ্যের সম্ভ্রান্ত প্রজা

কুরুক্ষেত্র পার হলেই হয়ত তুমি রাজা।

প্রেতাত্মার হোক পূর্ণ চিতা , তুমি প্রণয়ী পাবন

দুঃসাহস দহনে তুমি আমার স্বজন।

আমার জ্ঞান চক্ষু অন্ধ না হলে সত্যশ্বরী তুমি ধরিত্রী নন্দিনী

শেষ কিনা তোমার মুখেও নিছকই মিথ্যাবানী।

ভাসায়েছ পূর্ণ তরী কোন অথৈ সাগরে

অলক্ষে চলেছে সে তরী , কখনো ফিরিবেকি পাড়ে?

এইতো সেদিন বন্ধু ভেবে গিয়েছিলাম কাছে,

কি যেন সুন্দর খুজে পেলাম, তোমার মাঝে।

সুন্দরের পূজরী ছিলাম আমি , সহসা ছোঁয়া দিলাম তোমায়,

পালিয়ে গেলে অরণ্য কাননে ফেলে রেখে আমায়।

মনে হল কোন প্রয়াত আত্মা আমি , নির্বোধ ফেরারী

ভূতসত্বা নরসিংহ ক্ষনদা প্রহরী।

Leave a Comment