পর্ব-৬: ওয়্যারলেস নেটওয়াকিং টিপস

ওয়্যারলেস নেটওয়াকিং এর ধারাবাহিক আলোচনায় আপনাকে স্বাগতম। এপর্যন্ত পাঁচটি পর্বে যেসব বিষয় আলোচনা করা হয়েছে তা হলো:

ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-১: প্রাথমিক ধারণা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৩:ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইস পরিচিতি
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-২:ওয়্যারলেস রাউটার ছাড়াই এড হক নেটওয়ার্ক কনফিগার করা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৪: ওয়্যারলেস রাউটার বা একসেস পয়েন্ট দিয়ে নেটওয়ার্ক করা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৫: ইন্টারনেট কানেকশন শেয়ারিং

এখন আমরা কিছু টিপস দেব যার মাধ্যমে নেটওয়ার্কের সমস্যার সমাধান সহজ হবে:
১. ইন্টারনেট কানেকশনে সমস্যা হলে সাময়িকভাবে firewall বন্ধ রাখতে পারেন। firewall এর কারনেও এরকম সমস্যা হতে পারে।
২.নেটওয়ার্ক না পেলে প্রতিটি ওয়্যারলেস এডাপটার আলাদা আলাদাভাবে পরীক্ষা করে দেখা যেতে পারে।
৩. একসেস পয়েন্টের সমস্যা নিরুপনের জন্য এডহক নেটওয়ার্ক কনফিগার করে দেখা যেতে পারে।
৪. নেটওয়ার্ক করার সময় গূরুত্বপূর্ণ সেটিং (যেমন-ওয়েপ কি,ম্যাক এড্রেস,চ্যানেল নাম্বার,কম্পিউটারের নাম ইত্যাদি ) লিখে রাখেতে পারেন।
৫. নেটওয়ার্কের পারফর্মেন্স অতটা মানসম্পন্ন নাও হতে পারে যা ডিভাইসগুলোর গায়ে লেখা থাকে।
৬. আরেকটা কথা হলো -কোন কিছু ভুল হয়ে গেলে সমস্যা নেই, সব কিছুই নতুন করে কনফিগার করা যাবে।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

3 thoughts on “পর্ব-৬: ওয়্যারলেস নেটওয়াকিং টিপস”

  1. ফিরোজ আলম

    ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৪: ওয়্যারলেস রাউটার বা একসেস পয়েন্ট দিয়ে নেটওয়ার্ক করা
    ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৫: ইন্টারনেট কানেকশন শেয়ারিং
    কোথাই পাইনাতো…………………
    এখন আমরা কিছু টিপস দেব যার মাধ্যমে নেটওয়ার্কের সমস্যার সমাধান সহজ হবে:
    ১. ইন্টারনেট কানেকশনে সমস্যা হলে সাময়িকভাবে firewall বন্ধ রাখতে পারেন। firewall এর কারনেও এরকম সমস্যা হতে পারে।
    ২.নেটওয়ার্ক না পেলে প্রতিটি ওয়্যারলেস এডাপটার আলাদা আলাদাভাবে পরীক্ষা করে দেখা যেতে পারে।
    ৩. একসেস পয়েন্টের সমস্যা নিরুপনের জন্য এডহক নেটওয়ার্ক কনফিগার করে দেখা যেতে পারে।
    ৪. নেটওয়ার্ক করার সময় গূরুত্বপূর্ণ সেটিং (যেমন-ওয়েপ কি,ম্যাক এড্রেস,চ্যানেল নাম্বার,কম্পিউটারের নাম ইত্যাদি ) লিখে রাখেতে পারেন।
    ৫. নেটওয়ার্কের পারফর্মেন্স অতটা মানসম্পন্ন নাও হতে পারে যা ডিভাইসগুলোর গায়ে লেখা থাকে।
    ৬. আরেকটা কথা হলো -কোন কিছু ভুল হয়ে গেলে সমস্যা নেই, সব কিছুই নতুন করে কনফিগার করা যাবে।
    …………………????????????????????????????????

  2. ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৪: ওয়্যারলেস রাউটার বা একসেস পয়েন্ট দিয়ে নেটওয়ার্ক করা
    ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৫: ইন্টারনেট কানেকশন শেয়ারিং
    এ দুটি পর্ব কিছু দিনের মধ্যেই শেষ করতে চাই। হাতে একটু সময় আর একটু প্রাকটিকেল বাকি আছে, ততদিন সাথে থাকুন, ধন্যবাদ।

Leave a Comment