পর্বঃ দুই:ওয়ার্ডপ্রেস থিমের ইংরেজী শব্দগুলোকে বাংলা করা

পর্ব-১: ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলা ভাষার ওয়েবসাইট বানানোর পদ্ধতি দেখুন
থিমের ইংরেজী শব্দগুলোকে বাংলা করা থিমের ফোল্ডারে বেশ কিছু ফাইল দেখতে পাবেন যেগুলোই মূলতঃ ইউজার দেখতে পারে।
সেই ফাইল গুলোর ইংরেজী শব্দগুলো পরিবর্তন করে বাংলা শব্দগুলো লিখে দিন।
অবশ্যই ফাইলগুলোর ব্যাক আপ রেখে নিবেন।

থিম ফাইলের পরিচয়ঃ

home.php
সাধারণতঃ প্রথম পাতা প্রদর্শনের সময় home. php ফাইলটি এক্সিকিউট হয়।
Index. php
আর্কাইভ, ট্যাগ, ক্যাটাগরি, প্রথম পাতা ইত্যাদিতে ব্যবহৃত হয়।
header.php
প্রায় প্রতিটি পাতাতেই যে অংশটি কমন থাকে তাহলো home .php.
Single.php
এটি হচ্ছে পোস্টের পাতা, প্রতিটি প্রোস্ট দেখার সময় মূলত: এই ফাইলটি প্রকাশিত হয়।
Sidebar.php
ডান বা বাম পাশের সাইড বার উইজেট Sidebar.php
Header.php ও Footer.php
হেডার ও ফুটার
Page.php
নতুন কোন পেজ বানালে প্রকাশ করার সময় এখানে থাকে
Comments.php
মন্তব্য প্রকাশিত হয় এখানেই।
Author.php,Category.php, ইত্যাদিও থাকতে পারে। আপনি চাইলেও এরকম পেজ বানিয় নিতে পারেন।

স্বাধারনত: যে সব শব্দ বাংলা করতে হবে

Home-প্রথম পাতা/নীড় পাতা
category-বিভাগ
tag-ট্যাগ
comments-মন্তব্য/মতামত
Leave a Comments-মতামত দিয়ে যান
Reply-জবাব/প্রত্তুত্তর
Submit-জমা করুন
Next-পরে
Previous-পূর্বে
Author-লেখক
Date-তারিখ
on-তাং
by-লেখক
ইত্যাদি।

19 thoughts on “পর্বঃ দুই:ওয়ার্ডপ্রেস থিমের ইংরেজী শব্দগুলোকে বাংলা করা”

  1. অনেক ধন্যবাদ এভাবে নিয়মিত শুরু করার জন্য। আপনি চাইলে আমি কিছু প্লাগিন বিষয়ক পোষ্ট করতে পারি। কখন কোন বিভাগে করব তা জানাবেন।

    আপনার শুভকামনায়……
    .-= রাসেল আহমেদ´র শেষ পোস্ট: >>ফটোসপে একটা সিম্পল ইফেক্ট দিন =-.

  2. ড্রুপালে তারিখ ও সংখ্যাকে বাংলায় দেখানোর ব্যাপারে সাহায্য করতে পারেন?

  3. এ কে কামাল

    তথ্যবহুল পোস্টের জন্য কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ হবো যদি আমাকে ফ্রন্টপেজ বা মাইক্রোমিডিয়াতে তৈরী করা ওয়েবডিজাইন প্রকাশ করার বিস্তারিত নিয়ম জানান। অর্থাত আমার নিজের ডিজাইন করা ওয়েব কোথায় কীভাবে প্রকাশ করব। ধন্যবাদ

    1. @এ কে কামাল, আমি চেস্টা করবো এ বেপারে পোস্ট করতে । আপনার যদি ওয়েব সারভার থাকে তাহলে খুব সহজেই শিখতে পারবেন। নিজের একটা ডোমেইন, হোস্টিং থাকতে হবে । তার পরে হোস্টিং সারভারের সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হবে। সেখানে HTML or Public HTML থাকতে পারে সেখানে আপনার সাইটটি আপলোড করতে হবে। এ বেপারে বিস্তারিত জানতে হলে পোস্ট দিতে হবে। সাথে থাকুন ধণ্যবাদ।

  4. এ কে কামাল

    নিজের করা ওয়েবডিজাইন প্রকাশ করার পদ্ধতি আমার ই-মেইলে পাঠান, প্লিজ।

  5. ভাই, দয়া করে কী ভাবে ইংরেজি শব্দগুলো বাংলা করবো একটু বিস্তারিত বলবেন কী? আমি ড্যাশ বোর্ড বাংলা করেছি। কিন্তু
    ” Home-প্রথম পাতা/নীড় পাতা
    category-বিভাগ
    tag-ট্যাগ
    comments-মন্তব্য/মতামত
    Leave a Comments-মতামত দিয়ে যান
    Reply-জবাব/প্রত্তুত্তর
    Submit-জমা করুন
    Next-পরে
    Previous-পূর্বে
    Author-লেখক
    Date-তারিখ
    on-তাং
    by-লেখক
    ইত্যাদি।
    এগুলো বাংলা কী ভাবে করবো বুঝে উঠতে পারছিনা।

    1. webteaching.tk
      আপনি থিমের ইডিটরে গিয়ে এই অপশনগুলো পাবেন। না পেলে উক্ত ওয়েবে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন।

  6. সোয়েবের প্রশ্নের উত্তর পরিস্কার হলো না। আসল পদ্ধতি বলুন যে সত্যিই কো ফাইলগুলো কিভাবে এডিট করলে কাজ হবে।

  7. অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য । তবে বাংলা করব এটা যদি বিস্তারিত বলতেন তাহলে অনেক উপকার হত । যে কোন একটি ফাইল এডিট করা দেখালেই হবে । পিএইচপি ফাইলের কোথায় পরিবর্তন করতে হবে তা যদি বলেন ।ধন্যবাদ ।

Leave a Comment