ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (৩য় অংশ)

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (২য় অংশ) শেষে আমাদের কাজটি ছিল নিচের ছবিটার মত।

 

glow-efect

 

এ পর্যায়ে আমাদেরকে name নামে নতুন একটি layer  নিয়ে এখন  keyboard হতে   T  press করে  Type Tool টি নির্বাচন করে  Site name টি লেখতে হবে যেখানে F0nt: Engravers MT ,  Font size: 72 Pixelএবং Font color: #000000 বা Black  নির্বাচন করে দিতে হবে। এ পর্যায় শেষে আমরা আমাদের সাইটের হেডারটি নিচের মত দেখাবে।

 

name

 

 এখন name Layer টিতে Bevel and Emboss  ইফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে name  Layer  টির উপর ডাবল ক্লিক করে Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

 

bevel 

 

 এবার Inner glow ইফেক্ট দেওয়ার জন্য  Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

 

name-inner-glow1

 

এবার Outer glow ইফেক্ট দেওয়ার জন্য  Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

 

name-outer-glow1

 

সবকিছু ঠিক থাকলে হেডারটা নিচের মত হবে।

 

name-effect

 

 

Leave a Comment