ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (২য় অংশ)

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার ।- (১ম অংশ)  আমরা যেখানে শেষ করেছিলাম তা ছিল নিচের মত।

 

text1

 

এখন home নামে নতুন একটি Layer নিয়ে নিচের ছবির মত Rectangle  তৈরি  করতে হবে। এবং এর color:   #119a02  বা Green করে দিতে হবে। আমরা এখন নিচের ছবির মত দেখতে পাব।

 

home

 

এখন আমাদেরকে home  Layer টিকে সবার উপর থেকে নামিয়ে glass Layer এবং navegation Layer দুটির ঠিক মাঝখানে স্থাপন করতে হবে। এরপর home Layer টিতে Outer glow ইফেক্ট দেওয়ার জন্য home Layer টির উপর ডাবল ক্লিক করে Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

 

outer-glow

 

inner glow ইফেক্ট দেওয়ার জন্য   Layer Style  উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

 

inner-glow

 

এর পর OK বাটনে ক্লিক করলে  আমাদের কাজটি নিচের ছবির মত দেখাবে।

 

glow-efect

1 thought on “ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (২য় অংশ)”

  1. Wow, incredible blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your web site is wonderful, as well as the content!. Thanks For Your article about ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার।- (২য় অংশ) | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment