সমুদ্রের গভীরে অন্ধকারে মাছ কিভাবে দেখে?

মানুষ বা প্রানীর দেখা না দেখা নির্ভর করে পযাপ্ত সূর্যের আলোর মাধ্যমে। কিন্তু আমাদের ধারণার বাইরেও মাছেরা কএকেবারে মৃদু আলোতে মাছ কিছু রং দেখতে পায়। এমনটাই জানিয়েছে গবেষকরা।

সিলভার স্পিনিফিন এবং ডরি মাছ সমুদ্রে আধা কিলোমিটার গভীরে চলে যায়। যেখানে সূর্যের আলো নাই বললেই চলে। কোন প্রানী সেখানে কিছু দেখতে পায় না। কিন্তু সেখানেও তারা কয়েকটি রং এর অবয়ব দেখতে পারে।

এ বিষয়ে বিস্তারিত গবেষণা বের হয়েছে সাইন্স ম্যাগ এ।

Leave a Comment