সেটেলাইট ব্যবহার করছি অথচ জানি না

আমরা ভূ-উপগ্রহ ব্যবহার করে যাচ্ছি কিন্তু জানতেছি না। কখন কখন কিভাবে ব্যবহার করছি। আমাদের প্রযুক্তির সাথে মিলেমিশে সার্ভিস প্রদান করছে সেটেলাইল।

১. GPS: স্মার্টফোনে আমরা প্রতিনিয়তই জিপিএস ব্যবহার করছি। আর জিপিএস বলে দিচ্ছে আমি কোথায় আছি। মূলতঃ বেশ কিছু সেটেলাইটের ডাটা রীড করে নিজের অবস্থান থেকে সেটেলাইটগুলোর দূরত্ব মাপা হয়। আর বুঝে ফেলি আমি পৃথিবীর কোন অবস্থানে আছি।

২. রেডিও এবং টিভি স্টেশনঃ রেডিও এবং টিভি স্টেশনগুলোও সেটেলাইটের মাধ্যমে ব্রডকাস্ট করে। তথ্যগুলো সেটেলাইট থেকে চলে আসে টিভি বা রেডিওতে।

৩. আবহাওয়া বার্তাঃ প্রতি দিনের আবহাওয়া, বায়ৃ প্রবাহ, সমুদ্রের ঢেউ ইত্যাদি তথ্যও সেটেলাইট থেকে পেয়ে থাকি। কোন একটি ঝড়ের বর্তমান অবস্থান ও বাতাসের গতিবেগও মাপা হয় সেটেলাইট থেকে।

৪. ফ্লাইট যোগাযোগঃ আকাশ পথে অনেক বড় দূরত্ব অতিক্রম করলে হয়তো আপনি সেটেলাইট ব্যবহার করছেন। অনেক এয়ার লাইন্স সেটেলাইটের মাধ্যমে চালকদের সাথে যোগাযোগ করে থাকে।

Picture Source 1
Picture Source 2

Leave a Comment