৬০০০ বছরের পুরানো বিড়াল মমি পাওয়া গেছে

কায়রোর সাকারার পিরামিডে এক ডজনের মতো বিড়ালের মমি পাওয়া গেছে। মিশরের প্রত্নতত্ববিদ খালেদ আল এনানি এক মিশনে তিনটি কবরে এগুলো খুজে পান।

ছবিঃ Photograph: Khaled Desouki/AFP/Getty Images

এই কবরগুলো ইনটেক্ট অবস্থায় ছিল- তার মানে এগুলোতে কেউ এপর্যন্ত হাত দেয় নি। এর মধ্য একটি মমি ছিল চারকোনাকার ভাস্কর্য অংকিত চুনা পাথরের।

উপরের ঢাকনায় ছিল এক ধরনের পোকার ছবি অংকিত।

ছবিঃ  Nariman El-Mofty/AP

থাম্বনেইল ছবিঃ Damian Dovarganes/Associated Press

Leave a Comment