মহাকাশের ময়লা দূর করবে কে?

মহাকাশে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মাহাকাশযান পাঠিয়ে থাকে। কোনটা হয়তো কয়েক কিলোগ্রাম আবার কয়েকটা কয়েকশত কিলোগ্রাম। মহাকাশের এই যানগুলো কর্মক্ষম থাকা অবস্থায় অরবিটে ঠিক মতো চলাচল করলেও যখন এটি নষ্ট হয়ে যায়, তখন এটার উপর নিয়ন্ত্রণ থাকে না। এই পরিস্থিতিতে পৃথিবীর অরবিটের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই আবর্জনা বেড়েই চলছে।
Picture Source
এই আবর্জনা মাহাকশের অন্য কোন সেটেলাইটের সাথে ধাক্কা খেতেপারে। তাতে সেটেলাইটের অরবিট পরিবর্তন হয়ে যেতে পারে। আবার পৃথিবীতে এগুলো পরে গিয়ে মানুষেরও ক্ষতি হতে পারে।
নাসার ধারনা ৫ লাখের বেশি আবর্জনা পৃথিবীর গুরুত্বপূর্ণ অরবিটে রয়েছে।
এফসিসি ( Federal Communications Commission) অফিসিয়ালি এই আবর্জনা দূর করার জন্য বিভিন্ন প্রস্তা চাচ্ছে। এছাড়াও পরবর্তিতে যেসব সেটেলাইট ছাড়া হবে তা এমন ভাবে ডিজাইন করা হবে যাতে এটি নষ্ট হয়ে গেলে সহজে অরবিট থেকে সরিয়ে দেওয়া যায়।
https://www.cnet.com/news/fcc-tries-to-clean-up-space/

Leave a Comment