হ্যাসওয়েলঃ ফোর্থ জেনারেশন ইন্টেল প্রসেসর

গত ২ জুন ইন্টেল তাদের চতুর্থ প্রজন্মের প্রসেসর রিলিজ করেছে। চতুর্থ প্রজন্মের এই প্রসেসর কোডনেম হ্যাসওয়েল নামেই পরিচিত। তৃতীয় প্রজন্মের প্রসেসরসমূহের কিছু বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে এই চতুর্থ প্রজন্মের প্রসেসরে।

intel-hd-5000-haswell-ultrabook

আগের প্রজন্মের আইভি ব্রিজ প্রসেসর সমূহের কিছু বৈশিষ্ট্য এই প্রসেসর এ রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২২ ন্যানোমিটারের প্রসেসর নির্মানশৈলী। এর পাশাপাশি ১৪ ধাপ সম্পন্ন পাইপালাইন, মেইনস্ট্রীম কোয়াড কোর এবং ত্রিমাত্রিক ট্রাই গেট ট্রানজিস্টর এইসকল বৈশিষ্ট পূর্ববর্তী প্রসেসরের ন্যায় অপরিবর্তিত আছে। এগুলো ছাড়াও হ্যাসওয়েল আইভি ব্রীজের মতই দুই চ্যানেল বিশিষ্ট ডিডিআর ৩ সমর্থন করে এবং এতে আছে ৬৪ কিলোবাইট এর এল১ ক্যাশ ও ২৫৬ কিলোবাইট এল২ ক্যাশ।

এসকল অপরিবর্তিত বৈশিষ্ট্যের পাশাপাশি চতুর্থ প্রজন্মের এই প্রসেসরে থাকছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর নতুন ইন্সট্রাকশান সেট। এর ইন্সট্রাকশান সেট হচ্ছে অ্যাডভান্সড ভেক্টর এক্সটেনশান ২ যা Haswell New Instruction নামেও পারিচিত। হ্যাসওয়েল এর জন্য ব্যবহৃত হচ্ছে নতুন ধরনের সকেট এলজিএ ১১৫০। তৃতীয় প্রজন্মের আইভি ব্রীজ প্রসেসরে ব্যবহৃত হয় এলজিএ ১১৫৫ সকেট যা দ্বিতীয় প্রজন্মের স্যান্ডি ব্রীজ প্রসেসরের পরে পরিবর্তন হয়নি। মাল্টি থ্রেডেড সফটওয়্যার এর গতি বৃদ্ধির জন্য হ্যাসওয়েল প্রসেসরে রয়েছে Transactional Synchronization Extensions। অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চতুর্থ প্রজন্মের এই হ্যাসওয়েল প্রসেসরে রয়েছে ইন্টেল এর নতুন দুইটি বিল্ট ইন গ্রাফিক্স যার আর্কিটেকচারও হচ্ছে হ্যাসওয়েল। এই দুটি হচ্ছে ইন্টেল এইচডি ৪৬০০ যা প্রায় এটিআই রেডিয়ন এইচডি ২৯০০ প্রো কিংবা এনভিডিয়া কোয়াড্রো এফএক্স ৪৬০০ এবং ইন্টেল এইচডি ৫২০০ যা প্রায় এনভিডিয়া জিফোর্স জিটি ৫৪০ অথবা এটিআই রেডিয়ন এইচডি ৬৬৮০ এর সমতুল্য। উন্নতমানের বিল্ট ইন এই গ্রাফিক্স দুটিতে রয়েছে ডিরেক্টএক্স ১১.১ এর সমর্থন। এছাড়াও গ্রাফিক্স দুইটি ওপেন জিএল ৪.০ সমর্থিত।

ফোর্থ জেনারেশন হ্যাসওয়েল প্রসেসর ডিডিআর ৪ সমর্থন করে। এই সকল বৈশিষ্ট্যের পাশাপাশি হ্যাসওয়েল প্রসেসর এর অন্যতম আরেকটি সুবিধা হচ্ছে এই প্রসেসর যথেষ্ট বিদুৎ সাশ্রয়ী।

haswell

ইন্টেল ফোর্থ জেনারেশন ডেস্কটপ প্রসেসর সমূহঃ

# Intel Core i7 4770K

# Intel Core i7 4770

# Intel Core i7 4770S

# Intel Core i7 4770R

# Intel Core i7 4770T

# Intel Core i7 4765T

# Intel Core i5 4670K

# Intel Core i5 4670

# Intel Core i5 4670S

# Intel Core i5 4670R

# Intel Core i5 4670T

# Intel Core i5 4570

# Intel Core i5 4570S

# Intel Core i5 4570R

# Intel Core i5 4570T

# Intel Core i5 4430

# Intel Core i5 4430S

ইন্টেল ফোর্থ জেনারেশন ল্যাপটপ প্রসেসর সমূহঃ

# Intel Core i7 4930MX

# Intel Core i7 4950HQ

# Intel Core i7 4900MQ

# Intel Core i7 4850HQ

# Intel Core i7 4800MQ

# Intel Core i7 4750HQ

# Intel Core i7 4702MQ

# Intel Core i7 4702HQ

# Intel Core i7 4700MQ

# Intel Core i7 4700HQ

# Intel Core i7 4650U

# Intel Core i7 4558U

# Intel Core i7 4550U

# Intel Core i7 4500U

# Intel Core i5 4350U

# Intel Core i5 4288U

# Intel Core i5 4258U

# Intel Core i5 4250U

# Intel Core i5 4200U

# Intel Core i5 4200Y

# Intel Core i3 4158U

# Intel Core i3 4100U

# Intel Core i3 4010U

# Intel Core i3 4010Y

ইন্টেল ফোর্থ জেনারেশন সার্ভার প্রসেসরঃ

# Intel Xeon E3 1285v3

# Intel Xeon E3 1285Lv3

# Intel Xeon E3 1280v3

# Intel Xeon E3 1275v3

# Intel Xeon E3 1270v3

# Intel Xeon E3 1265Lv3

# Intel Xeon E3 1245v3

# Intel Xeon E3 1240v3

# Intel Xeon E3 1230v3

# Intel Xeon E3 1230v3

# Intel Xeon E3 1239Lv3

# Intel Xeon E3 1225v3

# Intel Xeon E3 1220v3

1 thought on “হ্যাসওয়েলঃ ফোর্থ জেনারেশন ইন্টেল প্রসেসর”

Leave a Comment