সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমরা সবাই জানি যে, ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। মহানবী হযরত মুহম্মদ (স:) কে নিয়ে তৈরী মার্কিন ফিল্ম না সরানোর জন্য গত বছর ১৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ ইউটিউব বন্ধ করে দেয়।এই কারণে বাংলাদেশের ভিজিটর রা ইউটিউব গত ৮ মাস ব্যবহার করতে পারেনি। গত কাল বুধবার বিকেলে বাংলাদেশ সরকার ইউটিউবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবার সকল ভিজিটরদের জন্য উন্মুক্ত করে দেয় বলে জানিয়েছেন বিটিআরসির কর্মকর্তা জাকির হোসাইন খান। এতে করে বাংলাদেশের সকল সাধারণ ব্যবহারকারী আবার ইউটিউবের স্বাদ পাবে।
3 thoughts on “আট মাস পর আবার ফিরে এল ইউটিউব!!!”
Leave a Comment
You must be logged in to post a comment.
tnx সিহাব সুমন Inf…………………
hmmmm
computer progrem