মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৩৮)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৩৮তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৩ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২

table menu

2. Delete: আমরা টেবিলের কোন কলাম, রো অথবা সেল কে Delete কমান্ডের মাধ্যমে মুছে ফেলতে বা Delete করতে পারি। নিচে বিষয়টি বুঝানোর চেষ্টা করলাম।

delete table

Table: এই কমান্ডের মাধ্যমে আমরা টেবিলকে মুছে ফেলতে পারি। এ জন্য টেবিলের যে কোন জায়গায় কার্সর রেখে Table মেনু থেকে Delete এ ক্লিক করব এবং সেখান থেকে Table এ ক্লিক করব। তবেই আমাদের Table টি মুছে যাবে।

Columns: এই কমান্ডের মাধ্যমে আমরা টেবিলের কোন কলামকে মুছে ফেলতে পারি। এ জন্য টেবিলের যে কলামটি মুছে ফেলতে চাই সেটি সিলেক্ট করে Table মেনু থেকে Delete এ ক্লিক করব এবং সেখান থেকে Columns এ ক্লিক করব। তবেই আমাদের টেবিলের কলামটি মুছে যাবে।

Rows: এই কমান্ডের মাধ্যমে আমরা টেবিলের কোন নির্দিষ্ট রো কে মুছে ফেলতে পারি। এ জন্য টেবিলের যে রো টি মুছে ফেলতে চাই সেটি সিলেক্ট করে Table মেনু থেকে Delete এ ক্লিক করব এবং সেখান থেকে Rows এ ক্লিক করব। তবেই আমাদের টেবিলের সেই রো টি মুছে যাবে।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৪ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment