মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৩৯)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৩৯তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৩ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৪ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৩

 table menu

3. Merge Cells: পাশাপাশি অবস্থানরত এক বা একাধিক সেলকে(টেবিলের প্রত্যেকটি ঘরকে এক একটি সেল বলা হয়।) একটি সেল-এ রুপান্তর করা হচ্ছে Merge CellsMerge Cells করার জন্য সেলগুলোকে সিলেক্ট করে Table মেনু থেকে Merge Cells এ ক্লিক করব। ফলে এক বা একাধিক সেলগুলো একটি সেল-এ রুপান্তরিত হবে।

merge cell

4. Split Cells: Split Cells এর মাধ্যমে আমরা একটি সেল-এ একাধিক সেল প্রবেশ করাতে পারি। এর জন্য আমরা যেই সেল-এ Split Cells করতে চাই সেই সেল-এ কার্সর রেখে Split Cells এ ক্লিক করব। ফলে একটি অপশন আসবে সেখানে আমরা আমাদের কাংখিত সেল উল্লেখ করে ওকে বাটন প্রেস করব। উদাহরণস্বরূপ আমরা যদি আমাদের নাম এই সেল-এ তিনটি কলাম প্রবেশ করাতে চাই তবে সেই অপশনে আমরা কলাম এর ঘরে ৩ এবং রো এর ঘরে ১ দিয়ে ওকে বাটন প্রেস করব। তবে আমরা এ রকম একটি আউটপুট দেখতে পাব।

split cells

5. Table AutoFormat: Table AutoFormat এ বেশ কিছু চমৎকার টেবিল তৈরি করা থাকে, যেখানে চমৎকার সব ফরম্যাট করা থাকে। যা আমাদের কাজকে আরও বেশি দৃষ্টিনন্দন করে তুলবে। আমরা ইচ্ছে করলে সেই সমস্ত টেবিল আমাদের কাজে ব্যাবহার করতে পারি। Table AutoFormat ব্যাবহার করতে হলে আমরা প্রথমেই একটি টেবিল তৈরি করে নেব এরপর সেই পুরো টেবিলটি সিলেক্ট করে Table মেনু থেকে Table AutoFormat এ ক্লিক করব তারপর একটি অপশন আসবে সেখানে Table styles এ অসংখ্য Table AutoFormat রয়েছে সেখান থেকে যে কোন স্টাইলে ক্লিক করলে আমরা তার Preview দেখতে পাব, আমরা চাইলে সেই ফরম্যাটগুলো Modify করতে পারি Modify বাটনে ক্লিক করে, তাছাড়াও আরও কিছু Modify করতে পারি সবশেষে Apply বাটনে ক্লিক করে সেই টেবিলটি আমাদের পুরাতন টেবিলে রিপ্লেস করতে পারি।

auto format

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment