মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৩২)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৩২তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Format মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Format মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৩ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Format মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২

 format menu

5. Text Direction: Text Direction এর মাধ্যমে আমরা আমাদের টেক্সট বা লেখাগুলোর Orientation পরিবর্তন করে দিতে পারি অর্থাৎ আমাদের টেক্সটগুলো কোন দিক হতে কোন দিকে হবে তা পরিবর্তন করে দেয়া। এর জন্য প্রথমেই আমরা একটি টেবিল তৈরি করে নেব। টেবিল তৈরি করার জন্য Table থেকে Insert এরপর আবার Table এবং Ok প্রেস করব তবে আমারা আমাদের পেজে একটি টেবিল দেখতে পাব। এরপর টেবিলের যে কোন একটি ঘরে কার্সর রেখে Format মেনু থেকে Text Direction এ ক্লিক করব সেখান থেকে আমরা যে Orientation টি চাই তা ক্লিক করে সিলেক্ট করে দিব সর্বশেষে ওকে বাটন প্রেস করব। এখন দেখা যাবে যে আমরা যে Orientation টি সিলেক্ট করে দিয়েছি সেভাবে লেখা হবে।

6. Change Case: Change Case এর মাধ্যমে আমরা আমাদের টেক্সটগুলোকে Uppercase, Lowercase, Sentence case ইত্যাদি case এ পরিবর্তন করতে পারি। সেজন্য Format মেনু থেকে Change Case এ ক্লিক করে সেখান থেকে আমরা যে case টি চাই তা সিলেক্ট করে ওকে বাটন প্রেস করব।

7. Background: মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের পেজের Background কে আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারি। সেজন্য Format মেনু থেকে Background এ ক্লিক করে সেখান থেকে আমরা বিভিন্ন কালার বা বিভিন্ন ইফেক্ট দিয়ে আমাদের Background কে পরিবর্তন করতে পারি।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Tools মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment