মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২৭)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২৭তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৬ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৭ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৬

drawing toolbar

15. Arrow Style: Arrow Style এর মাধ্যমে আমরা যেকোন লাইন বা Arrow এর বিভিন্ন স্টাইল দিতে পারি। যেমন ড্রইং টুলবার থেকে লাইন এ ক্লিক করে যেকোন একটি লাইন ড্রইং করে এর বিভিন্ন মডিফাই করতে পারি Arrow Style টুলের মাধ্যমে। যেমন একটি লাইনকে Arrow Style টুলের মাধ্যমে দুই দিকেই Arrow দেয়া যায় অথবা এক দিকে গলাকার অন্য দিকে Arrow ইত্যাদি স্টাইল দেয়া যায় Arrow Style টুলের মাধ্যমে।

16. Shadow Style: Shadow Style এর মাধ্যমে আমরা যেকোনো শেপের বিভিন্ন ধরনের Shadow Style দিতে ও তা মডিফাই করতে পারি। Shadow Style দেয়ার জন্য যেকোনো শেপকে সিলেক্ট করে Shadow Style এ ক্লিক করে পছন্দমত যেকোনো Shadow সিলেক্ট করে দেব এবং আমরা যদি আমাদের শেপের কোন Shadow না চাই তবে No Shadow সিলেক্ট করে দেব। এছাড়াও আমরা আমাদের Shadow কে নিজের মত করে মডিফাই ও করতে পারি এ জন্য Shadow Settings এ ক্লিক করতে হবে। সেখান থেকে আমরা আমাদের Shadow এর কালার পরিবর্তন করা সহ Shadow কে ডানে, বামে, উপরে ও নিচে মুভ করতে পারি।

17. 3-D Style: আমরা আমাদের ডিজাইনকৃত শেপটিকে 3-D Style এর মাধ্যমে বিভিন্ন ধরনের 3-D Style দিতে পারি ও তা মডিফাই করতে পারি। । এজন্য আমাদের ডিজাইনকৃত শেপটিকে সিলেক্ট করে 3-D Style এ ক্লিক করব এবং সেখান থেকে পছন্দমত যেকোন 3-D Style সিলেক্ট করে দেব। অন্যথায় আমরা যদি আমাদের শেপের কোন 3-D Style না চাই তবে No 3-D সিলেক্ট করে দেব। এছাড়াও আমরা আমাদের 3-D Style কে নিজের মত করে মডিফাই ও করতে পারি এ জন্য 3-D Settings এ ক্লিক করতে হবে। সেখান থেকে আমরা আমাদের 3-D Style এর কালার পরিবর্তন করা সহ 3-D Style কে ডানে, বামে, উপরে ও নিচে মুভ করতে পারি।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment