মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২৮)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২৮তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৭ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-১ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৭

insert menu

Insert Menu: মাইক্রোসফট অফিসে Insert Menu এর কাজ হচ্ছে বেশ কিছু ফিচার Insert বা যুক্ত করা। যেমন পেজের নাম্বার যুক্ত করা, ডেট অ্যান্ড টাইম যুক্ত করা ইত্যাদি। উপরের ছবিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা লাল বর্ডার দিয়ে হাইলাইট করেছি। এগুলো আমরা পর্যায়ক্রমে শিখব।

1. Page Numbers: Page Numbers এর মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি পেজের নাম্বার দিতে পারি খুব সহজেই। আমাদের প্রত্যেকটি পেজের নাম্বার দিতে Insert মেনু থেকে Page Numbers এ ক্লিক করব। সেখান থেকে Position এ ক্লিক করে আমরা যেখানে আমাদের পেজ নাম্বারটি দেখাতে চাই তা সিলেক্ট করে দিব, এরপর Alignment এ ক্লিক করে আমাদের পেজ নাম্বারটি কোন দিকে Alignment হবে তা সিলেক্ট করে দিব। আমরা চাইলে আমাদের Page Numbers এর লেখার Format পরিবর্তন করে দিতে পারব Format এ ক্লিক করে। এবং আমরা আমাদের ফাইনাল আউটপুট Preview এর মাধ্যমে দেখতে পারব।

2. Date and Time: Date and Time এর মাধ্যমে আমরা পেজটি যে তারিখে করা হয়েছে অথবা আজকের দিন ও তারিখ দেখাতে পারি। এর জন্য আমরা যেখানে আমাদের Date and Time শো করাতে চাই সেখানে কার্সর রেখে Insert মেনু থেকে Date and Time-এ ক্লিক করব। সেখানে Available Formats থেকে আমরা যে ফরম্যাটটি চাই তা সিলেক্ট করে দিব এবং আমরা যদি চাই পেজটি যে তারিখে করা হয়েছে শুধুমাত্র সেই দিনের তারিখটি সবসময় দেখাবে তবে আমরা Update Automatically তে টিক মার্ক দেব না অন্যথায় আমরা যদি চাই প্রতিদিনের তারিখ দেখাবে(যা পরিবর্তনশীল) তবে অবশ্যই Update Automatically তে টিক মার্ক দেব এবং সর্বশেষে ওকে বাটনে ক্লিক করব।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment