ব্যক্তিগত ফোল্ডার সফটওয়ার ছাড়া লক করুন!!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বিভিন্ন সময় আমাদের কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার লক করার প্রয়োজন পড়ে আর আপনি এখন যে কোন ফোল্ডার লক করতে পারেন খুব সহজে তাও আবার কোন রকম সফটওয়ার ছাড়া তাহলে আসুন দেখি কি ভাবে করতে হয়।

মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম shihab এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\shihab
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন-
ren shihab shihab.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবং লিখুন-
ren shihab.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} shihab
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন।
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে কীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে কীক করুন। ধন্যবাদ।

Leave a Comment