যেভাবে প্রিন্টারের যত্ন নিবেন

ডকুমেন্ট এর আউটপুট রুপ হচ্ছে প্রিন্ট । আর প্রিন্ট করার জন্যই প্রিন্টার মেশিন ব্যবহার করা হয় । বাজারে বিভিন্ন দামের/ফিচারের প্রিন্টার পাওয়া যায় । তবে ঠিকমতো প্রিন্টারের পরিচর্যা করলে একটি সাধারন প্রিন্টারও অনেক টেঁকসই হয় । তাই, আজ আমি প্রিন্টারের সঠিক পরিচর্যা করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম;

  • প্রিন্টার খোলা জায়গায় সেট করুন এবং ময়লাযুক্ত স্থানে প্রিন্টার ব্যবহার করবেন না ।
  • নিয়মিত প্রিন্টার পরিস্কার করুন । প্রিন্টার পরিস্কার করার সময় অবশ্যই নরম কাপড় কিংবা টিসু ব্যবহার করুন ।
  • অপ্রয়োজনে প্রিন্টার চালু রাখবেন না । এক্ষেত্রে, আপনি যখন প্রিন্টার না ব্যবহার করবেন তখন অযথা প্রিন্টার চালু রাখবেন না ।
  • প্রতিটি প্রিন্টার এ হেড থাকে । যখন আপনি কোন কিছু প্রিন্ট করেন তখন প্রিন্টার এ ময়লা জমে । এক্ষেত্রে, নিয়মিত প্রিন্টারের হেড পরিস্কার করুন নতুবা প্রিন্টিং এ সমস্যা সৃষ্টি হবে ।
  • প্রিন্টিং চলাকালীন সময় কখনো প্রিন্টার বন্ধ করবেন না কিংবা প্রিন্টার এর প্লাগ খুলবেন না । এছাড়া, যখন আপনি কোন কাগজ প্রিন্ট করবেন তখন প্রিন্ট অর্থাৎ চলাকালীন কাগজে বাধা দিতে যাবেন না ।
  • প্রিন্টার এর সুইচ অফ না করেই প্রিন্টার এর প্লাগ খুলবেন না । এতে, প্রিন্টার এর পাওয়ার সাপ্লাই এর ক্ষতি হয় ।
  • প্রিন্টিং কাজে যথাসম্ভব উন্নত মানের কাগজ ব্যবহার করুন নতুবা প্রিন্টার এর হেড এ সমস্যা’র সৃষ্টি হতে পারে ।
  • প্রিন্টার এর উপর ভারী কোন বস্তু রাখবেন না ।
  • প্রিন্টার নিয়মিত প্রিন্টিং কাজে ব্যবহার করুন নতুবা প্রিন্টারের কালি শুকিয়ে যেতে পারে যা পরবর্তীতে প্রিন্ট করার সময় বাধার সৃষ্টি করবে ।

আশা করি উপরোক্ত নিয়ম-কানুন গুলো মেনে প্রিন্টার রক্ষণাবেক্ষণ করলে প্রিন্টারের স্থায়িত্ব বাড়ানো সম্ভব ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

Leave a Comment