ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) টিউটোরিয়াল-পর্ব-আটঃ একাউন্ট টারমিনেট করা

একাউন্ট টারমিনেট করা মানে একাউন্টটি সার্ভার থেকে ডিলেট করে দেওয়া। বিভিন্ন সময় সার্ভার থেকে সাইট মুছে দেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যেভাবে একাউন্টটি ডিলেট করতে হয়ঃ

create an account

terminate
যে একাউন্টটি টারমিনেট করব সেটি Terminate an Account এর লিস্ট থেকে সিলেক্ট করে দিলাম নিচের মত করে।

tarminate2

এবার Terminate এ ক্লিক করতে হবে। তাহলে নিচের টেক্সট ম্যাসেজটি দেখা যাবে অর্থাৎ আমি নিশ্চিত কিনা সেটা জানতে চাইবে। OK  ক্লিক করতে হবে। তাহলে ফাইনাল টেক্সট আসবে। অর্থাৎ সাইট মুছে গিয়েছে সার্ভার থেকে। এবার আমরা একাউন্ট ইনফরমেশন এ গিয়ে সাইটটি সার্চ করে দেখব
Account Information>List Accounts এ সার্চ বাটনে nilu.com লিখে Find বাটনে ক্লিক করব।
নিচের ফলাফল ইমেজ দেখুন-

search result

কোন সাইট খুঁজে পাইনি । অর্থাৎ সাইটটি সার্ভারে নাই।

Leave a Comment