ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) টিউটোরিয়াল-পর্ব-৭:পাসওয়ার্ড পরিবর্তন করা

পাসওয়ার্ড পরিবর্তন অনেক গুরুত্বপূর্ন একটি কাজ। কেননা সময়ে-অসময়ে বিভিন্ন কারণে সিপ্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে।

create an account

password modi
পাসওয়ার্ড মডিফিকেশন থেকে প্রথমে যে সি প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে সেই ডোমেইনটি সিলেক্ট করতে হবে নিচের ছবির মত করে।

pasword modify

তারপর পাসওয়ার্ড এ পাসওয়ার্ডটি বসাতে হবে । নিচে এগেইন পাসওয়ার্ডে আবার নির্দিষ্ট পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি কেমন শক্তিশালী তা নিচে দেখাবে।
অথবা চাইলে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করে পাসওয়ার্ড  বসানো যাবে।
Password Generator  এ ক্লিক করলে নিচের মত টেক্সট আসবে।

generate password

তখন  পাসওয়ার্ডটি কপি করে নিয়ে তা  I have copied this password in a safe place এর সামনের চেক বক্সে চেক দিলেই পাসওয়ার্ডটি Password  এবং Password again  এ শো করবে ।
এবার Change Password এ ক্লিক করতে হবে।
নিচের মত টেক্সট আসবে। তাহলে বুঝা যাবে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে।

password massage

Leave a Comment