বৃষ্টির এলার্ম তৈরী করা

এটি একটি সহজ সার্কিট যার মাধ্যমে বৃষ্টি হলে একটি এলার্ম বাজবে। ৫৫৫ আইসিটি ব্যবহার করা হবে। একটি সেনসর ব্যবহার করা হবে যেটি ভিজলেই ১ কিকিলোহার্জের মতো শব্দ হবে। সেনসরটি ডায়াগ্রামে দেয়া আছে । সেনসরটি মাটির সাথে ৩০ থেকে ৪৫ ডিগ্রী কোনাকোনি অবস্থান করবে। বৃষ্টি হলে পানি সেনসরটির ভেতরে প্রবেশ করবে এবং স্পিকারে শব্দ হবে।4

3 thoughts on “বৃষ্টির এলার্ম তৈরী করা”

  1. water sensor টার নাম তো বললেন না ! IC name and Number টা দেন , আমাদের আখানের মার্কেট এ
    পাওা জায় ? কত পরবে দাম

  2. রেদওয়ান ফেরদৌস

    ভাই, এটা অনেক আগের জিনিস এবং পুরান জিনিস। এটা যদিও কপি-পেস্ট জিনিস, তবুও এটলিস্ট শেয়ার করেছেন, তাই ভাল লাগল।

    আর faizul ভাইকে বলছি, আইসি টার নাম্বার তো ছবিতেই দেয়া আছে!! এটার নাম্বার হচ্ছে ic 555.এটা একটা টাইমার আইসি। ৮ পিনের সমন্বয়ে তৈরি। আর ২টা 555 ক্যাহকেড করা ডেভেলপড আইসি ও এখানে ইউজ করতে পারেন। সেটা ic 556। এটার ১৪ টা পিন। সেক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম টা চেঞ্জ হবে। এগুলা আপনি স্টেদিয়াম এর সুইমিংপুল মার্কেট / পাটুয়াটুলি থেকে কিনতে পারবেন। আইসির দাম ম্যাক্সিমাম ১৫ টাকা (পাইকারী কিনলে দাম কম পড়ে) । ওয়াটার সেন্সর মডেল অনুযায়ী দাম পড়বে। আর রেসিটেন্স ১০০ এর দাম ২০ টাকা, কিন্তু ১/২ টা কিনলে পার পিস ১টাকা করে!!। ইলেক্ট্রলাইটিক ক্যাপাসিটর এর দাম পার পিস ১০-১২ টাকা করে। আর স্পিকার ২০ টাকা।

Leave a Comment