Filter কমান্ডঃ অটোক্যাড টিউটোরিয়াল (১৫ পর্ব)

Filter কমান্ড

অবজেক্ট সিলেকশন ফিল্টারের জন্য একটি প্রয়োজনীয় কমান্ড হলো Filter কমান্ড। Filter কমান্ড QSelect কমান্ড এর অনুরূপ। অনুরূপ হলেও QSelect কমান্ড এর চাইতে Filter কমান্ড বেশি পরিমানে ব্যবহার করা হয়ে থাকে। অবজেক্ট সিলেকশন ফিল্টারিং করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

ধাপ – ১ ঃ কমান্ডটি প্রয়োগের জন্য কমান্ড লাইনে লিখুন FILTER এবং  কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। তাহলে  Object Selection Filters নামে নিচের ছবির মতো একটি  ডায়ালগ বক্স আসবে।

ধাপ – ২ ঃ Object Selection Filters ডায়ালগ বক্সে Select Filter বক্সে অবজেক্ট নির্বাচন করুন।

ধাপ – ৩ ঃ এবার Add to List বাটনে ক্লিক করুন। তারপর  সেটিংসটি অ্যাপ্লাই করার জন্য Apply বাটনে ক্লিক করুন।

ধাপ – ৪ ঃ একাধিক অবজেক্ট থাকলে সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করুন। এবং এন্টার প্রেস করুন।

অবজেক্ট সিলেকশন ফিল্টার এর এই প্রোফাইলটি আপনি সেভ করে রাখতে পারেন। ফলে বার বার একই কাজ করার জন্য আপনাকে নতুন ভাবে কোন সেটিংস প্রদান করতে হবে না। সেভ করার জন্য Save As বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় নাম দিয়ে ফিল্টার লিস্টটি সেভ করুন।

Leave a Comment