Offset কমান্ডঃ অটোক্যাড টিউটোরিয়াল (১৮ পর্ব)

Offset কমান্ড

মডিফাই টুলবার থেকে অফসেট কমান্ড আইকনটি দেখলেই বুঝতে পারা যা যে এর মাধ্যমে বক্র আকারের কোন কাজ করা যাবে। সমান্তরাল লাইন, পলিলাইন, সমকেন্দ্রিক বৃত্ত, বৃত্ত চাপ বা বক্র রেখা আঁকার জন্য অফসেট কমান্ডটি ব্যবহার করা হয়। দশ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট একটি দেয়াল অংকন করার জন্য একটি রেখা আঁকার পর আরেকটি রেখা আঁকার জন্য অফসেট কমান্ড ব্যবহার করতে হয়। এ ক্ষেত্রে লাইন কমান্ড ব্যবহার করে আরেকটি  রেখা আঁকার প্রয়োজন নেই। Offset কমান্ডটি তিন ভাবে প্রয়োগ করতে পারবেন। এক- মডিফাই টুল ব্যবহার করে , দুই- মডিফাই মেনু থেকে Offset কমান্ড সিলেক্ট করে, তিন- কমান্ড লাইনে Offset লিখে কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করার মাধ্যমে। কমান্ডটি প্রয়োগের জন্য প্রথমে ফিগ-৪ এর মতো একটি অবজেক্ট অটোক্যাডে ড্রইং করুন।

এবার অফসেট কমান্ডটি অ্যাক্টিভ করার জন্য মডিফাই টুল থেকে অফসেট আইকনের উপর ক্লিক করুন , অথবা মডিফাই মেনু থেকে Offset কমান্ড সিলেক্ট করুন, অথবা কমান্ড লাইনে Offset লিখে কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। অবজেক্টটি থেকে কত দুরত্বে আরেকটি অবজেক্ট তৈরি করতে চান তার মান লিখুন এবং কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। এবার অবজেক্টটি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক কেও সিলেক্ট করুন এবং অবজেক্টেও যে পার্শ্বে অফসেট ড্র করতে চান সে পার্শে ক্লিক করুন। একই দূরত্বে আর কোন অবজেক্টের অফসেট ড্র করতে চাইলে সেটি সিলেক্ট করুন। অফসেট ড্র শেষ হলে কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন।

তাহলে ফিগ-৫ এর মত একটি অফসেট অবজেক্ট দেখা যাবে।

Leave a Comment