‘নাসা’র প্রকাশিত স্যাটেলাইটের ছবিতে মারাত্মক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস


নাসা (NASA) গত শুক্রবার সকালে ঝড়ের ছবিগুলো প্রকাশ করে যার সম্ভাবনা ন্যামো নিশ্চিত করেছে।

ইউ এস ন্যাশনাল অশানিক এন্ড এটমোস্ফিইয়ারিক এডমিনিস্ট্রেশনের(NOAA) জিওস্টেশনারী অপারেশনাল এনভিরনমেন্টাল স্যাটেলাইট সিস্টেম(GOES) স্যাটেলাইটের ইমেজগুলো সম্পর্কে মত প্রকাশ  করে বলেন, ছবিতে পরিস্কার দেখা যাচ্ছে  বাতাসের আন্দোলন।


এটাকে মনে করা হচ্ছে সম্ভাব্য সবচেয়ে বড় রেকর্ড ঝড় হবে যা নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক এবং বস্টন এলাকাসমূহের ব্যাপক অংশের 2-3 ফুট এর চেয়ে বেশি উঁচু তুষারকে আঘাত করতে পারে।।


আবহাওয়া চ্যানেলের ‘ন্যামো’ এর তথ্য মতে এটি নিউ ইংল্যান্ড এর দিকে এগুচ্ছে।
এই ঝড়টি মহাঝড় স্যানডির মতই অনেক আতঙ্কজনক হবে বলে মনে করা হচ্ছে (উল্লেখ্যঃ স্যান্ডি গত বছরের অক্টোবরে উত্তর প্রদেশে আঘাত হানে)।

Leave a Comment