মজার টিপস এন্ড ট্রিকস-২

আজকে আমি Windows 7 এর কিছু মজার টিপস শেয়ার করব।আমরা অনেকে এসব জানি আবার অনেকে জানি না.তাই আমার টিপস গুলো সবার জন্য না হলেও যারা জানেন না তাদের জন্য।আশা করি ভাল লাগবে..

১.বাইপাস ডিলিট ফাইল

# আমরা আমাদের অপ্রয়জনীয় ফাইল ডিলিট করে দেই এটাই স্বাভাবিক।কিন্তু তা Recycle Bin এ জমা হয় আবার সেখান থেকে ফাইল ডিলিট করতে হয় এ ঝামেলা থেকে মুক্তি পেতে আমরা যে ফাইল আমাদের একেবারে দরকার নেই তা আমরা Shift+Delete চেপে ডিলিট করেদিতে পারি।

২.দ্রুত ওপেন করুন Windows Explorer

# Windows Logo+E  চাপুন Windows Explorer দ্রুত আপনার সামনে হাজির হয়ে যাবে।

৩.কী র্বোডের short cut Show করা।

# go to Control Panel > Ease of Access Center > Change how your keyboard works  প্রদশিত “Underline keyboard shortcuts and access keys,” এর জায়গায় ক্লিক করেন।তারপর ওকে করে বেরিয়ে আসুন।

৪. Windows splash screen কে বাইপাস করা

# Windows splash screen অফ করে আমরা windows কে দ্রুত on করতে পারি।তা করার জন্য Windows Run command (Windows Logo+R) ওপেন করি। then type msconfig

Boot tab এ ক্লিক করি। check the box next to “No GUI boot.” তারপর ওকে করে বেরিয়ে আসুন।

৫. Windows Lock করা

#শুধু Windows Logo+L. চাপলেই দেখবেন লক হয় গেছে।

৬. Show hidden files, folders, and drives

Open Folder

তারপর click Folder option তারপর check the box next to “Show hidden files, folders, and drives.”

ওকে করে বেরিয়ে আসুন hidden files, folders, and drives শো হয়ে যাবে।

Leave a Comment