ওয়ার্ডপ্রেস পোষ্টের মধ্যে অন্য কোন ওয়েবসাইটের ছবি যোগ করুন সহজে!!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমরা যারা নিয়মিত ব্লগিং করি তাদের অনেক সময় কোন ব্লগ পোষ্টের মধ্যে অন্য কোন ব্লগ বা সাইটের স্ক্রীনশট দিতে হয়। সেক্ষেত্রে আমাদের সেই ওয়েব সাইটের স্ক্রীনশট নিযে তার পর সেটাকে পোষ্ট এর মধ্যে ডিসপ্লে করাতে হয়। কিন্তু আপনি যদি চান তাহলে আপনার ব্লগে খুব সহজে অন্য ওয়েবসাইট বা ব্লগ এর স্ক্রীনশট ব্যবহার করতে পারবেন কোন প্রকার স্ক্রীনশট ছাড়া। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।

function wps_screenshot($atts, $content = null) {
        extract(shortcode_atts(array(
                        "screenshot" => 'http://s.wordpress.com/mshots/v1/',
                        "url" => 'http://',
                        "alt" => 'screenshot',
                        "width" => '400',
                        "height" => '300'
        ), $atts));
                return $screen = '' . $alt . '';
}
add_shortcode("screenshot", "wps_screenshot");

এবার আপনাকে করতে হবে আসল কাজ টা। আপনার ব্লগ পোষ্ট এর যেখানে আপনি কোন ওয়েব সাইটের ছবি দেখাতে চান সেখানে এই কোড টা বসিয়ে দিন।

[screenshot url=”http://biprotip.com” alt=”wordpress code snippets for your blog” width=”200″ height=”200″]
এখান থেকে আপনারা http://biprotip.com কে পরিবর্তন করে প্রয়োজন মত ওয়েব বা ব্লগ সাইট এর এড্রেস দিন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment