আপনার ব্লগের পোষ্ট সরাসরি গুগল প্লাসে যুক্ত করুন!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরা যারা ব্লগিং করি তাদের একটা কমন কাজ হল কোন পোস্ট ব্লগে পাবলিশ হলে তা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করা। আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের প্রতিটি পোস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তা গুগল প্লাসে যুক্ত হয়ে যাবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।

add_filter('the_content', 'google_plusone');
function google_plusone($content) {
        $content = $content.'
'; return $content; } add_action ('wp_enqueue_scripts','google_plusone_script'); function google_plusone_script() { wp_enqueue_script('google-plusone', 'https://apis.google.com/js/plusone.js', array(), null); }

এখন থেকে আপনার ব্লগে কোন পোষ্ট পাবলিশ হলে তা অটোমেটিক গুগল প্লাসে যুক্ত হবে।

Leave a Comment