এন্ড্রয়েডে উবুন্তু চলে এলো

এন্ড্রয়েড চালিত স্মার্টফোনের আরো একটি সংযোজন উবুন্তু। মোবাইল আপারেটিং সিস্টেমে উবুন্তু যদিও একটি এপ্লিকেশনের মতো কাজ করবে তার পরেও এটি স্বাধীন ডেস্কটপ অপারেটিং সিস্টেমের বেশকিছু ফিচার এনে দিবে যা হয়তো অনেকেই এন্ড্রয়েডে দেখতে পায় নি।
মাল্টি কোর ফোনে এইচডিএমএ পোর্টের মাধ্যমে মনিটর সংযোগ করতে পারলেই মনে হবে আপনার উবুন্তু ডেস্কটপ পিসি চলছে।

প্রায় ২০ মিলিয়ন ব্যবহারকারীর লিনাক্স সংস্করন উবুন্তুর রয়েছে বিশাল এপ্লিকেশন ভান্ডার যা সহজেই ফোনে যুক্ত হয়ে গেল। সেই সাথে স্মার্টফোনটি কিন্তু পিসির সমতুল্য হয়ে যাচ্ছে। কারন নিন্মমানের স্মার্টফোনে আবার উবুন্তু চলবে না। উবুন্তুর উদ্ভাবনী প্রতিষ্ঠান ক্যানোনিক্যাল এটিকে বিশাল অর্জন বলে মনে করছেন।


নেটওয়ার্ক আপারেটরদের বেশ কিছু সুবিধা এনে দিবে

  • ১. হ্যান্ডসেট থেকেই ডেস্কটপ পরিচালনা করতে পারবে।
  • ২. অনরাইন এপ্লিকেশনগুলো সহজেই রিমোটলি পরিচালনা করতে পারবেন।
  • ৩. স্মার্টফোন হয়ে যাবে স্মার্ট ডেক্সটপ।

ফোন নির্মাতাদের পরিবর্তন
উবুন্তু মনে করছেন স্মার্টফোনেও বেশ কিছু পরিবর্তন চলে আসবে। বিশেষ করে ভালমানের প্রোসেসর এবং র‌্যাম সমৃদ্ধ ফোন তৈরীর একটি পথ তৈরী হবে।
আর ফোনটি পিসির মতো ব্যবহার করার ইচ্ছা থেকে এর ইন্টারফেসিংক ডিভাইসও নির্মান করার প্রবণতা বাড়বে।
এন্ড্রয়েড এবং উবুন্তু একই সাথে কিভাবে চলবে তার সম্পর্কে ধারনার জন্য কয়েকটি কথা-

  • -যখন আপনি উবুন্তুতে (ডেস্কটপ) কোন ওয়েবসাইট খুলবেন অন্য দিকে এন্ড্রয়েডেও সেই ওয়েবসাইট খুলবে
  • -উবুন্তু এবং এন্ড্রয়েডে একই ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করবে।
  • -এন্ড্রয়েডে কোন এপ্লিকেশন খোললে সেটি উবুন্তু ডেক্সে দেখাবে।
  • -টেক্সট মেসেজের ক্ষেত্রেও বড় কীবোর্ডও ব্যবহার করা যাবে।

ক্যনোনিক্যালের মুখপাত্র কলিন জানান, Ubuntu for Android is not something that is meant to be released as a download on the Internet and installed on existing Android phones. It’s going to take close cooperation with the phone makers in order to optimize performance of the hardware for each smartphone and to build in all the hooks that are needed for the deep integration that Ubuntu is doing with Android.

ওপেনসোর্স দুনিয়ার দুটি ভিন্ন ধারার অপারেটিং সিস্টেম একসূত্রে গাথা হলো। তবে এটি এখন শুধু মটোরোলার কিছু এন্ড্রয়েড ফোনে চলছে। আর উবুন্তু চালাতে এন্ড্রয়েড ফোনটকে কমপক্ষে অবশ্যই ১ গিগাহার্জ ডুয়ালকোর প্রোসেসর, ৫১২ র‌্যাম, ২ গিগা মেমরী, এইডিএমআই এবং ইউএসবি হোস্ট ব্যবস্থা থাকতে হবে।
দেখা যাক, স্মার্ট ফোনে উবুন্তু কতটা জনপ্রিয়তা পায়….।

Source:
http://www.ubuntu.com/devices/android
http://mashable.com/2012/08/04/ubuntu-for-android/
http://news.cnet.com/8301-1035_3-57424335-94/androids-new-ally-against-the-iphone-ubuntu/

1 thought on “এন্ড্রয়েডে উবুন্তু চলে এলো”

  1. ওহ! দারুন নিউজ! কয়েকদিনের মধ্যে আরোও একটা এন্ড্রয়েড কেনার ইচ্ছা ছিল। তবে উবুন্টু ব্যবহার এর জন্য এখন একটু ভালো মানের ফোন কিনবো মনে করছি 🙂

    ধন্যবাদ!

Leave a Comment