সবাইকে স্বাগতম আমার ড্রুপাল নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল এ । আপনারা সবাই অনেক জায়গায় হয়তবা ড্রুপাল এর নাম শুনেছেন এবং অনেকেই হয়তবা এইটা ব্যবহার ও করেছেন। ড্রুপাল হচ্ছে একটা অনেক নামকরা CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (Content Management System) . এটি ওয়ার্ডপ্রেস, জুমলা এর মতই শক্তিশালী সিএমএস ।
সিএমএস কি ???
ড্রুপাল একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শোনার পরেই হয়ত অনেকের মনে প্রশ্ন আসে সিএমএস কি ? সিএমএস হচ্ছে অনলাইন বেসড সফটওয়্যার যাতে করে আপনি আপনার সাইট সুন্দর ভাবে তৈরি করতে পারবেন। এতে করে আপনার পিএইচপি , এইচটিএমএল , সিএসএস ইত্যাদি প্রোগ্রামিং না জেনেও সাইট তৈরি করতে পারবেন। তবে জানলে সাইটকে আরও সুন্দর করতে পারবেন।
ড্রুপাল দিয়ে কি বানানো যায় ???
- Community Portal sites
- Business Community Sites
- Aficionado sites
- Intranet
- Corporate websites
- E-commerce sites
- Resource Directories
- International Sites
- Multimedia
এবং আরও অনেক জায়গায়…
ড্রুপাল দিয়ে কোন কোন সাইট তৈরি ???
- whitehouse.gov
- 911memorial.org
- redcrossblood.org
- pga.com
- universalmusic.com
- about.fedex.designcdt.com
- dev.aol.com
- postfun.washingtonpost.com
- esteelauder.ca
- dev.twitter.com
- community.harvard.edu
- advice.eharmony.com
- duke.edu
- caltech.edu
- fastcompany.com
- rutgers.edu
- economist.com
ড্রুপাল কেন ব্যবহার করবো ???
- কারন এটি ফ্রী। বিনামূল্যে এটি নামানো যায়।
- এটি খুব তারাতারি ডেভলপার দ্বারা আপডেট হচ্ছে প্রতিদিন। তাই সিকিউরিটি ভাল 😀
- এটি সবচেয়ে বেশি এসইও ফ্রেন্ডলি।
- এটা অনেক ইউজার ফ্রেন্ডলি ।
- এটি সকল ফোরাম আপস এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় আপস এটি।
- এটির ডেভলপার এর ঘাটতি এখনও বাংলাদেশে আছে তাই এটি অনেক বড় একটা সুযোগ ক্ষেত্র ডেভলপার দের জন্য।
- এটির অনেক সুন্দর সুন্দর টেম্পলেট আছে 😀
এই ভিডিওটা দেখে খুব সহজেই এর সম্পর্কে একটা ধারণা পাবেন 😀
আজকে এই পর্যন্তই এরপরের বার আমরা ড্রুপাল এর ইতিহাস দেখবো 🙂
ভালো লিখেছেন
চালিয়ে যান
ধন্যবাদ ঝরাপাতা ভাই 😀
ভালো লাগলো । আসা করি শেষ প্রচন্ত পাবো । শুভকামনা রয়ল।
ধন্যবাদ –
Wow, awesome blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is great, as well as the content!. Thanks For Your article about ডà§à¦°à§à¦ªà¦¾à¦² কি? ( পরà§à¦¬-à§§) | টিউটোরিয়ালবিডি .
আমার কাছে ড্রুপাল ভাল লাগে আমি নতুন হওয়া সত্যেও বেশ ভাল লাগছে।
you have written nicely. How can I install drupal? It is easy for me to use if you publish drupal tutorial fully. thanks.
BD Newspaper
you have written nicely. how can I install brutal? It is for me to use if you publish drupal tutorial fully. Thanks
BD Newspaper