মোবাইল বিজ্ঞাপন মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে স্যামসাং

গুগলএপলের মতোই স্যামসাং মোবাইল ও টেলিভিশন বিজ্ঞাপন মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে। ওপেনএক্স টেকনোলজীর সাথে মিলিতভাবে তারা এই বিজ্ঞাপণ বাজার আয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

তাদের স্মাটফোন এবং ইন্টারনেট টিভির বিশাল বাজার তাদের এই নতুন মাধ্যমে সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এটি অনেকটা এপলের আইএড এর মতো হবে। আইএড এর মাধ্যমে এপ্লিকেশন ডেভলপাররা বিজ্ঞাপন প্রদর্শনের ম্যধামে আয়ের অংশিদারিত্ব লাভ করে।

এ বেপারে স্যামসাং মিডিয়া সল্যুশনের ভাইস প্রেসিডেন্ট ডেনিয়্যেল পার্ক জানান, এর মাধ্যমে এপ্লিকেশন ডেভলপাররা ভাল আয়ের পথ পাবেন। এবং বিজ্ঞাপন ক্ষেত্রেরও উন্নতি সাধন হবে।

এখনো অবশ্য এই প্রোজেক্টের কাজ শুরু হয় নি এবং বছরের মাঝামাঝিতে হয়তো চালু হবে এবং তাই এখনো নিশ্চতভাবে এর ভবিষ্যত সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

Leave a Comment