চীনের পাঁচ শতাধিক ওয়েবসাইট হ্যাক করলো এনোনিমাস

বিশ্বের সবচেয়ে বড় হ্যাকিং গ্রুপ এনোনিমাসের নজর এখন চীনের দিকে। আমেরিকার ইন্টারনেট সেন্সরশীপ বিরোধীতার পর এবার চীনের সরকারী সাইটগুলোর উপরে হামলার মাধ্যমে একটি তথ্য প্রেরণ করছে জনগনের প্রতি।

চীন সরকার ফেসবুক, ইউটিউবসহ বিশ্বের অনেক ওয়েবসাইটই বন্ধ করে দিয়েছে। আর তার প্রতিবাদেই চীনের সরকারী ওয়েবসাইটগুলোতে এই হামলা পরিচালিত হচ্ছে। এই আক্রমনের শিকার ওয়েবসাইট তালিকা এখানে দেখতে পাবেন।

হ্যাক করা ওয়েবে তারা জানায়,

Dear Chinese government, you are not infallible, today websites are hacked, tomorrow it will be your vile regime that will fall. So expect us because we do not forgive, never. What you are doing today to your Great People, tomorrow will be inflicted to you. With no mercy.

 

উল্লেখ্য বিশ্বের অনেক দেশই চীনের পথ অনুসরণ করছে এবং বিভিন্ন ওয়েবসাইট সাময়ীক বা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে যা ইন্টারনেট সেন্সরশীপের সামিল। এনোনিমাসের ভাষায় এটি মানবাধিকার লঙ্ঘন এবং তাই তারা এটি করছে বলে জানায়।

Leave a Comment