বিষয় ভিত্তিক চ্যানেলই ভবিষ্যতের ওয়েব কনটেন্টঃ ইউটিউব সিইও

এটা ঠিক যে ইন্টারনেট ও মিডিয়ায় ব্যাপক পরিবর্তন আসছে। সামাজিক নেটওয়ার্ক যোগাযোগ এবং বিষয়ভিত্তিক ভিডিওর গুরুত্বও দিন দিন বাড়ছে।

আর এই বেপারটি স্পস্ট করে ইউটিউবের সিইও কামাগার AllThingsD বললেন যে,

আমরা তৃতীয় প্রজন্মের মিডিয়াতে প্রবেশ করছি। প্রথম প্রজন্ম ছিল ব্রডকাস্ট মিডিয়া, দ্বিতীয় প্রজন্ম হলো কেবল নেটওয়ার্ক আর এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন একটি প্রযুক্তিতে যার মাধ্যমে লোকজন আজ যা দেখতে চাইবে তা-ই দেখতে পাবে।

ইউটিউব দিন দিন পরিবর্তিত হচ্ছে এবং লোকজনের পছন্দকে উপলব্ধি করার জন্যই আরো পরিবর্তন আসতে পারে। মানুষের পছন্দ উপলব্ধির বেপারটা খুব সহজ না তাই তারা সুনির্দিস্ট ও বিষয়ভিত্তিক চ্যানেলে এবং সেই বিষয়ের মান সম্পন্ন ভিডিও তৈরীর কাজও হাতে নিয়েছেন। এতে ইনভেস্ট করা হচ্ছে ১০০ মিলিয়ন ডলার।

 

সাধারন টিভি থেকে বিষয়টি অবশ্যই আলাদা এবং সম্ভাবনাময় তো বটেই। আর মান সম্পন্ন ও বিষয় ভিত্তিক চ্যানেল বানানোও সহজ কাজ নয় তাও তিনি স্বীকার করেন।

Leave a Comment