কিছু চমৎকার নতুন প্রযুক্তি পণ্য সম্পর্কে চলুন জেনে নেই

1. Spy Hawk
সব সময় সরকারই গোয়ন্দাগিরি করবে? এবার ইচ্ছা করলে আপনি নিজেই হয়ে যেতে পারেন গোয়েন্দা।এই গোয়েন্দা বিমান দিয়ে আপনি যা ইচ্ছা তা নজর রাখতে পারবেন। রেডিও কন্ট্রোল এই বিমানে রয়েছে ৫ মেগাপিক্সেল ভিডিও ক্যামেরা এবং ট্রান্সমিটার বোর্ড।
কন্ট্রলারের মাঝখানে রয়েছে ৩.৫ ইঞ্চি LCD স্ক্রিন যেখানে আপনি ট্রান্সফার করা ভিডিও দেখতে পারবেন। এই বিমান প্রায় ২০০০ ফুট  পর্যন্ত কাজ করতে পারে! এটা 4GB ভিডিও রেকর্ড করতে পারে আর দাম ৩৮৯ ডলার।


2. Mach 20 Hypersonic Aircraft On the Way
অনেক দিন ধরেই এই ধরনের হাইপার সোনিক বিমান নিয়ে কথা হচ্ছিল এবার নতুন মডেল X-plane (HX) বিমান ২০১৬ সালে টেস্ট করার জন্য রেডি করা আছে।
এই অত্যাধুনিক বিমানটির রয়েছে আধুনিক মিলিটারি সিস্টেম যা বর্তমান সময়ের মধ্যে সেরা প্রযুক্তি আর গতি হবে ১৫,২২৪ mhp।


3. 13-Inch MacBook Pro সাথে রেটিনা ডিসপ্লে

ম্যাক বুকের ১৫ইঞ্চি থেকে ১৩ ইঞ্চি এই ম্যাকবুকের পার্থক্য কি? প্রধান পার্থক্য হলো এর ডিসপ্লে। যা আগের চেয়ে অনেক বেশি পরিস্কার। বাকিটা অক্টোবরের পরেই জানা যাবে।


4. গুগলে চালকবিহীন গাড়ি এবার সবার জন্য উন্মুক্ত
আচ্ছা কল্পনা করুন আপনার গাড়ি আপনাকে জায়গা মতো নিয়ে যাচ্ছে। আপনার ড্রাইভ করা লাগছে না। হয়তো ভবিষ্যতের সব গাড়ি এই প্রযুক্তি ব্যবহার করবে।


এছাড়া আমরা গাড়ি অনেক সময় ঠিক মতো ড্রাইভ করি না ফলে দূর্ঘটনা ঘটছে অহরহ। সব গাড়ি যখন এভাবে নিজে নিজে ড্রাইভ করবে তখন হয়তো দূর্ঘটনার পরিমাণও অনেক কমে যাবে।


5. Apollo Shirt

এটা কোন সাধারণ শার্ট না। এই টেলেন্টেড শার্টটি আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন করতে পারবে শুধু তাই না আপনার শরীরের ঘামও নিয়ন্ত্রণ করবে। এছাড়া আপনার গায়ের সাথে নড়াচড়ার জন্য যথেষ্ট নমনীয়।
MIT বিজ্ঞানী যিনি এটা তৈরি করছেন তিনি জানিয়েছেন এটা অনেক রঙের হতে পারে, কাপড়ে ভাজ পরবে না এবং ধোয়ার ঝামেলাও অনেক কমে যাবে। যদি এই শার্ট বাজারজাত হয় তাহলে হয়তো গরমের দিনের জন্য আদর্শ শার্ট হিসেবে প্রকাশ পাবে। দাম ১১০ ডলার।


7. Million-Year Hard Drive Made of Sapphire
ফটো, ফাইল, অন্যান্য ডাটা যখন হার্ড ডিস্কে থাকে আর তা যদি ১ মিলিয়ন বছর পরেও অক্ষত থাকে তাহলে কেমন হয়? হুম এই হার্ডই তৈরি করেছে sapphire । প্লাটিনাম দিয়ে তৈরি এই হার্ড ডিস্কটি ১ মিলিয়ন বছর পরেও ডাটা নিরাপদ রাখতে পারবে। মিলিয়ন বছর পরে কেউ পায় এই হার্ড ডিস্ক হতে পারে সে এলিয়েন, মাইক্রোস্কোপ দিয়ে সব তথ্য খুব সহজেই উদ্ধার করতে পারবে।


দিন দিন প্রযুক্তি উন্নত থেকে উন্নতর হচ্ছে। নিত্য নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে প্রতিদিনই। তবে সব প্রযুক্তি যে টিকে থাকছে তাও কিন্তু নয়। প্রকৃতপক্ষে আসলেই যেগুলো কাজের তা টিকে যাচ্ছে আর আরো উন্নত সংস্করন বের হচ্ছে। আর অন্যান্য গুলো হারিয়ে যাচ্ছে কালের আবর্তনে। প্রযুক্তির সাথেই থাকুন।

 

6 thoughts on “কিছু চমৎকার নতুন প্রযুক্তি পণ্য সম্পর্কে চলুন জেনে নেই”

  1. মহিউদ্দিন

    দারুন যোবায়ের ভাই … যথারীতি অনেক মজা লাগল পড়ে সাধারনত আপনার পোস্ট পড়ে যেমন লাগে।

Leave a Comment