এইচটিএমএল এর ইতিহাস – দ্বিতীয় পর্ব

১৯৮৯ -১৯৯৩ সালে এইচটিএমএল এর ইতিহাস প্রথম পর্ব এখানে দেখুন

ইন্টারনেট প্রসার লাভের সাথে সাথে এইচটিএমএল এর ব্যবহারও বৃদ্ধি পেতে থাকে। অনেক বড় প্রতিষ্ঠান অবশ্য প্রথমদিকে এইচটিএমএল ও ইন্টারনেটকে নিয়ে মাতামাতি পছন্দ করতেন না।

১৯৯৪ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব

১৯৯৪ সালে এইচটিএমএল+ নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম প্রথম সম্মেলন ডাকে। মার্কঅ্যান্ডাসন ও জিম ক্লার্ক এ বেপারে আগ্রহী ছিলেন কারন তারা জানতেন এটি এক সময় ব্যাপক সারা জাগানো ও আর্থিক দিক দিয়েও লাভবান বিষয় হয়ে দাড়াবে। প্রকৃত পক্ষে, হিউলেট প্যাকার্ডের ডেভ রেগিট এর এইচটিএমএল চিন্তাই ছিল এইচটিএমএল+

At the World Wide Web conference in Geneva. Left to right: Joseph Hardin from NCSA, Robert Cailliau from CERN, Tim Berners-Lee from CERN and Dan Connolly (of HTML 2 fame) then working for Hal software.

অ্যারেনা ব্রাউজারের মাধ্যমে তিনি ও তার দল টেক্সট, ছবি, টেবিল, ক্যাপশন ইত্যাদির প্রয়োগ দেখান।

জুলাই ১৯৯৪ এ বিভিন্ন ব্রাউজার ও বিভিন্ন ট্যাগের সম্মিলিত স্ট্যান্ডার্ড এইচটিএমএল এর নতুন ভার্শন চালু হয় যা HTML 2 নাম দেওয়া হয়।

A panel discussion at the Geneva conference. Kevin Altis from Intel, Dave Raggett from HP Labs, Rick `Channing' Rodgers from the National Library of Medicine.

১৯৯৪ এর শেষের দিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নতুন ধারা চালু হয়। ওয়েব কমিউনিটির সদস্য, বিষয় ও অবস্থান উল্লেখ করা হলো-

Members of the World Wide Web Consortium at the MIT site. From left to right are Henrick Frystyk Neilsen, Anselm Baird-Smith, Jay Sekora, Rohit Khare, Dan Connolly, Jim Gettys, Tim Berners-Lee, Susan Hardy, Jim Miller, Dave Raggett, Tom Greene, Arthur Secret, Karen MacArthur.

১. ডেভ রেগিট, HTML, যুক্তরাজ্য

২. আরনর্ড ডি হনস,HTML, ফ্রান্স

৩. ড্যান কলোনি, ,যুক্তরাস্ট্র

৪. হ্যানরিক নিলসেন,HTTP, ডেনমার্ক

৫. হ্যাকন লি, স্টাইলসীট, নরওয়ে

৬. বার্ট বোস, স্টাইলসীট লেআউট, নেদারল্যান্ড

৭. জীম মিলার, কনটেন্ট, যুক্ত রাস্ট্র

৮. ক্রিস লিল, ফন্ট সাপোর্ট, যুক্ত রাস্ট্র

১৯৯৫, এইচটিএমএল ৩

১৯৯৫ সালে এইচটিএমএল এ  BODY, BDCOLOR, FONTFACE ইত্যাদি  অনেক ট্যাগ চলে আসে।  ছবি, এমবেড কোড এবং নতুস নতুন ট্যাগ নিয়ে এইচটিএমএল ৩ এর ড্রাফট প্রকাশিত হয়।ডেভ রেগিট তখন কাজ করে যাচ্ছিলেন।

ইন্টারনেট এক্সপ্লোরার তাদের প্রথম ব্রাউজার বাজারে আনে।

নেট্সক্যাপ এইচটিএমএল এ ফ্রেম আনার কথা প্রথম উল্লেখ করে।

ওয়েব অনেক বড় হয়ে ওঠে এবং এইচটিএমএল এ অনেক বেশি তথ্য চলে আসে আর তাই চাইলেই এটির আমূল পরিবর্তন করার চিন্তা বাদ দিতে হয়।

Bert Bos, Håkon Lie, Dave Raggett, Chris Lilley এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের অনেকে প্যারিসে মিলিত হয়, সেখানে তারা স্টাইল সীট ব্যবহারের বেপারে আলোচনা করেন। ক্যাসক্যাডিং স্টাইল সীট (CSS) ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যবহার করা হবে বলে মাইক্রোসফট জানায়।

১৯৯৬-১৯৯৮,এইচটিএমএল৫

এই সময় মাইক্রোসফট এইচটিএমএল নিয়ে অনেক আগ্রহী হন। এইচটিএমএল কমিউনিটি তৈরী হয়।

Dave Raggett, co-editor of the HTML 4 specification, at work composing at the keyboard at his home in Boston.

১৯৯৭ সালে ডেভ রেগিট এইচটিএমএল ২ এবং এইচটিএমএল+ সহযোগে এইচটিএমএল ৩.২ অবমুক্ত করেন।

১৯৯৮ এ এটি এইটিএমএল ৪ এ উন্নয়ন করা হয়। W3C  এইটিএমএল ৪ ব্যবহারের পরামর্শ প্রদান করেন।

এইচটিএমএল এর ইতিহাস – তৃতীয় পর্ব এখানে দেখুন

তথ্য ও ছবি সূত্র: http://www.w3.org

Leave a Comment