এন্ড্রয়েডের নতুন ভার্শন Jelly Bean 4.1 রিলিজ হচ্ছে!

গুগল এবার এন্ড্রয়েডের নতুন ভার্শন জেলি বিন রিলিজ হচ্ছে। আগের এন্ড্রয়েড ভার্শন যেমন, Froyo, Gingerbread, Honeycomb এবং  Ice Cream Sandwich এর স্ট্যাচু এর সামনে এখন নতুন ভার্শন জেলি বিনের স্ট্যাচু শোভা পাচ্ছে।

নতুন ফিচার কি কি পাওয়া গেলে ভাল হবে চলুন দেখে নেই।

একটি ব্রাউজার থাকবে ডিফল্ট

বর্তমানে এন্ড্রয়েডে দুইটি ব্রাউজার রয়েছে। ব্রাউজার আর ক্রোম। ব্রাউজার হলো স্ট্যান্ডার্ড সব এন্ড্রয়েডের জন্য আর ক্রোম আইস ক্রিম স্যান্ডউইচে পাওয়া যায় তাও বেটা।

তাই আমরা আশা করছি ফাইনাল ভার্শন ক্রোম এই জেলি বিনে পাবো।

Voice Assistant
স্যামসাং গ্যালাক্সি এস৩ এর মতো গুগল এন্ড্রয়েডেও ভয়েস এসিস্ট্যান্ট ভার্শন আশা করা যায়।

যথা সময় রিলিজ


গুগল গত বছর ঘোষণা করেছিল ১৮ মাস পর নতুন ভার্শন বের হবে। গুগল তার কথা রেখেছে। নতুন এই ভার্শন আগের ডিভাইসগুলোতেও আপডেট করা যাবে।

এপস পাবলিশে সতর্কতা

গুগলের এপস স্টোর অনেক বড়। এখানে ডেভলপাররা খুব সহজেই কন্টেন্ট পাবলিশ করতে পারে।  তবে কিছু নির্দিষ্ট ভেরিফেকিশনের মাধ্যমে এখন থেকে এপস পাবলিশ করলে ভাল হবে। ভাইরাস থেকে মুক্তি পেয়ে এই পদক্ষেপ গ্রহন করা দরকার।

আশা করছি এই সুবিধাগুলো নিয়ে এন্ড্রয়েডের নতুন ভার্শন আজকে রিলিজ হবে।

1 thought on “এন্ড্রয়েডের নতুন ভার্শন Jelly Bean 4.1 রিলিজ হচ্ছে!”

Leave a Comment