জুমলা টিউটোরিয়াল – আটঃ ইউজার পরিচালনা

স্বাগতম সবাইকে জুমলার এই পর্বে। আগের পর্বে জুমলার প্রাথমিক কিছু সেটিংস সমূহের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। আজকের এই পর্বে জুমলায় ইউজার বা ব্যবহারীদের একাউন্ট পরিচালনার কয়েকটি বিষয় দেখানো হবে।

ইউজার একাউন্ট ব্যবস্থাপনা পরিচালনা করা হয় মূলত জুমলার এডমিন প্যানেলের User Manager অংশ থেকে। এর জন্য প্রথমেই আপনার সাইটের এডমিন প্যানেলে লগিন করুন এরপর ক্লিক করুন User Manager অংশে।

এরপর ইউজার পরিচালনার জন্য নতুন পেজটি দেখতে সেটি হবে নিচের মত যেখান থেকে আপনি আপনার সাইটে থাকা সকল ইউজার একাউন্টগুলো পরিচালনা করতে পারবেন। ইনস্টল করার পর শুধুমাত্র এডমিন একাউন্ট থাকে যা এখানে দেখানো হয়। ডিফল্টভাবে এটি Super User নাম দেয়া থাকে।

নতুন কোন একাউন্ট তৈরী করার জন্য উপরে থাকা New বাটনে ক্লিক করতে হবে। কোন একাউন্ট মুছে ফেলতে হলে সেই একাউন্টের পাশে থাকা চেকবক্স এ ক্লিক করে উপরে থাকা Delete এ ক্লিক করতে হবে।

যদি একাউন্ট তৈরী করতে চান তবে New ক্লিক করুন।

লোড হওয়া পেজে Account Details এ একাউন্টের জন্য যাবতীয় তথ্য যেমন ইউজারের নাম, আইডি, পাসওয়ার্ড ইত্যাদি প্রদান করতে হবে। Basic Settings এ উক্ত একাউন্টের জন্য কিছু বিষয় নির্দিষ্ট করে দিতে পারেন যেমন টেমপ্লেট বা ভাষা ইত্যাদি।

পেজের নিচে রয়েছে Assigned User Group। এখান থেকে থেকে একাউন্টের ইউজার টাইপ নির্বাচন করে দিতে পারেন অর্থাৎ ব্যবহারকারী সাইটের কি কি অধিকার পাবেন এবং কোন ধরনের ব্যবহারকারী হবেন যেমন লেখাক বা সম্পাদক অথবা এডমিন ইত্যাদি।

একাউন্টের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান শেষে পেজের উপরের দিকে Save বাটনে ক্লিক করতে হবে। তাহলে একাউন্ট তৈরী হয়ে যাবে।

একাউন্ট তৈরী হয়ে গেলে অন্যান্য একাউন্টের পাশাপাশি সেই একাউন্টও লিস্টে দেখা যাবে।

কোন ইউজারের তথ্য পরিবর্তন করতে হলে লিস্টে দেখানো একাউন্টে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করা যাবে।

User Manager এর মধ্যেই আরো কয়েকটি অংশ আছে যেগুলো ট্যাবে দেখা যাবে।

User Groups অংশে আপনার সাইটে কি কি ধরনের ইউজার এলাউ করা হয় তা প্রদর্শন করা হবে। বলাই বাহুল্য আপনি এগুলো পরিবর্তন করতে পারেন। যদি কোন ইউজার টাইপ পরিবর্তন করতে চান তবে সেখানে ক্লিক করে পরিবর্তন করতে পারেন। জুমলায় Super User হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যা ডিফল্ট ভাবে এডমিন একাউন্ট পায়।

এরপরের অংশ হচ্ছে Viewing Access Level

এখানে কোন ইউজার গ্রুপের সাইটে কি ধরনের অধিকার থাকবে তা নির্দিষ্ট করা যায়। ইচ্ছা করলে New এ ক্লিক করে নতুন একসেস লেভেল তৈরী করা যায় অথবা যেকোন একসেস লেভেলে ক্লিক করে সেটা পরিবর্তন করা যায়।

এছাড়া আরো দুটি অংশ হচ্ছে User Notes এবং Note Categories। এই দুটো অংশও ইউজার পরিচালনা বিভাগের অন্তর্গত।

2 thoughts on “জুমলা টিউটোরিয়াল – আটঃ ইউজার পরিচালনা”

Leave a Comment