HTML টিউটরিয়াল-১

HTML হলো Hyper Text Mark up Language. এই প্রগ্রামিং ল্যাংগুয়েজ case sensitive নয়। অর্থাত: ছোট ও বড় যে কোন হাতের লেখাই চলবে। HTML শিখতে আপনার নতুন কোন সফটওয়্যার লাগবে না। ইন্টারনেট বা সারভার লাগেব না। শুধু মাত্র নোটপ্যাড খুলে নিচের কোডগুলো টাইপ করুন।

<html>

<head>

<title>Welcome To HTML</title>

</head>

<body> Hello World! </body>

</html>

এবার নোটপ্যাডটি index.html নাম দিয়ে সংরক্ষন করুন। এবার ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা ফায়ারফক্স দিয়ে ফাইলটি খুলুন। দেখুন Hello World! কথাটি এসেছে কিনা।

ব্যাখ্যা:

<html></html>

HTML প্রগ্রাম শুরু হয় <html> দিয়ে শেষ হয় </html> দিয়ে। <> মধ্যবর্তি বিভিন্ন শব্দের মাধ্যমে বিভিন্ন কমান্ড করা হয়। এই শব্দগুলো কে ট্যাগ বলে।

<head></head>

এরমধ্যে পৃষ্ঠার সাধারন কিছু তথ্য থাকে যেমন: পৃষ্ঠার শিরোনাম ইত্যাদি।

<title></title>

টাইটেল বারের তথ্য প্রদর্শন করে।

<body></body>

পৃষ্ঠার প্রদর্শিত তথ্যগুলো এই ট্যাগেরর মধ্যে দিতে হয়। এখানে Hello World! প্রদর্শিত হচ্ছে।

8 thoughts on “HTML টিউটরিয়াল-১”

  1. ভালো লাগলো প্রথম পার্ট পরের গুলো এখনই পড়ছি। তবে পর্বগুলো আরো বড় বড় হলে ভালো হতো।

Leave a Comment