এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট – জাভাস্ক্রিপ্ট (পর্ব-৫)

এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট (External JavaScript)

অধিকাংশ প্রফেশনাল প্রজেক্টেই জাভাস্ক্রিপ্টকে আলাদা স্ক্রিপ্টে লেখা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় HTML ফাইলের সাথে লিংক করে দেয়া হয়। এতে করে সুবিধা হচ্ছে যে একই জাভাস্ক্রিপ্ট একাধিক পেজে ব্যাবহার করা যায়।এ ক্ষেত্রে আলাদা পেজে জাভাস্ক্রিপ্ট এর জন্য প্রয়োজনীয় কোড লেখার পর .js এক্সটেনশন দিয়ে save করতে হয় যেমন demo.js। এরপর যে HTML ফাইলে জাভাস্ক্রিপ্ট যুক্ত করতে হবে তার  <head> </head> এর মধ্যে
<script language=”Javascript” type=”text/javascript” src=”demo.js”></script> src=”demo.js” এখানে demo.js এর জন্য প্রয়োজনীয় লিংক যুক্ত করতে হবে। যা ../jscript/demo.js বা https://tutorialbd.com/javascript/demo.js এর অনুরূপ হতে পারে।

প্রজেক্ট এর জাভাস্ক্রিপ্ট অংশ

function myClick()

{

alert(“Welcome to learning JavaScript.”);

}

একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: demo.js দিয়ে, Save as type: All files, দিয়ে save করতে হবে।

প্রজেক্ট এর এইচ টি এম এল অংশ

<html>

<head>

<title> www.tutohost.com</title>


<style>

body{background: #FFC}

</style>

<script language=”Javascript” type=”text/javascript” src=”demo.js”></script>

</head>


<body>

<button onclick=”myClick()”>Click Me</button>

</body>

</html>

একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি এবং demo.js ফাইলটি একই ফোলারের মধ্যে রেখে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


জাভাস্ক্রিপ্টের অন্যান্য টিউটোরিয়াল সমূহ :

জাভাস্ক্রিপ্ট কি ? – জাভাস্ক্রিপ্ট (পর্ব-১)

জাভাস্ক্রিপ্ট কেন ব্যবহার করবেন ? – জাভাস্ক্রিপ্ট (পর্ব-২)

প্রোগ্রাম লেখার পদ্ধতি – জাভাস্ক্রিপ্ট (পর্ব-৩)

1 thought on “এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট – জাভাস্ক্রিপ্ট (পর্ব-৫)”

  1. নিলুফার ইয়াসমিন

    অনেক ভালো হচ্ছে অসীম ভাই। আমার শিখতে সুবিধা হবে।

Leave a Comment