ব্লু জে

ব্লু জে (Cyanocitta cristata) হল Corvidae পরিবারের অন্তর্গত Passeriformes বর্গের অন্তুর্ভুক্ত একটি প্রজাতি যারা মূলত বনের পাখি। এরা খুবই অভিযোজিত এবং বুদ্ধিমান!

তাদের জে জে ডাক পাখি সম্প্রদায়ের মধ্যে ব্যতিক্রম বলা যায়। ব্লু জে উত্তর আমেরিকায় খুবই পরিচিত পাখি তাই এদেরকে উত্তর আমেরিকার বাসিন্দা বলা যায়। এদের অবস্থান প্রধানত পূর্ব এবং কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রে এবং দক্ষিন কানাডায়। এরা প্ত্রঝরা এবং ফলাদি বনে বাস করে। এদের উপরের অংশের পালক উজ্জ্বল নীল নিচের অংশ সাদা । স্ত্রী এবং পুরুষ উভয় পাখিই দেখতে একই রকম।
তাদের প্রধান খাদ্য বাদাম বিভিন্ন ফল, নরম ফলের বীজ, বিভিন্ন আর্থোপোডা পর্বের প্রানী যেমন- তেলাপোকা, কীটপতঙ্গ এবং মাঝে মাঝে ভার্টিব্রাটা পর্বের প্রানীও এরা খায়। এছাড়া এরা গাছ থেকে বা মাঠ থেকে ফসল কুড়িয়ে খায়।

ডিমে তা দেয়ার ৮-১২ দিনের মধ্যে বাচ্চা ফোটে। বাচ্চা পাখি জন্মের পর ১ থেকে ২ মাস বাবা মার সাথে থাকে । অধিকাংশ ব্লু জে সামাজিক ধরনের হয় এরা জোড়াভাবে বা দলবদ্ধ হয়ে বাস করে। একসাথে ২৫০ এর অধিক ব্লু জে আকাশে দলবদ্ধ হয়ে উড়ে বেড়ায়। কিছু কিছু ব্লু জে অভিযোজিত হয়ে অন্য দেখেও চলে যেতে দেখা যায়।
এরা আয়তনে  ১০-১২ ইঞ্চি (২৫-৩০ সেমি.) হয় পাখার দৈর্ঘ্য ১৩-১৭ ইঞ্চি (৩৪-৪৩ সেমি.) ওজনে ২.৫-৩.৫ অথবা ৭০-১০০ গ্রাম হয়।

Leave a Comment