নষ্ট হয়ে যাওয়া দুধকে সনাক্ত করবে স্মার্ট জগ! তারপর ম্যাসেজ করে জানিয়ে দিবে

স্মার্ট মিল্ক জগ নামের একটি ইউনিক হোম অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যার কাজ হলো জগে থাকা দুধ যদি নষ্ট হয়ে যায় বা পরিমাণ কমে যায় তাহলে ম্যাসেজ করে নোটিফাই করে দিবে। জগে অনেক হাই-টেক ফিচার রয়েছে যেমন, সেন্সর, GSM রেডিও মডুল, এন্টেনা, সিম কার্ড এবং রিচার্জেবল ব্যাটারি।

এই ডিভাইসটি এপসের সাথে এমনভাবে কাজ করবে যাতে দুধের অবস্থা সাথে সাথে জানা যাবে যেমন, তাপমাত্রা, মেয়াদ শেষের তারিখ এবং নতুন করে অর্ডার দিয়ে আনার জন্য থাকবে অনলাইন ডেলেভারি সার্ভিসের সাথে যোগাযোগ।

প্রডাক্ট ডেভেলপমেন্ট কোম্পানি খুব তাড়াতাড়ি ডিজাইন করা শেষ করবে এবং প্রস্তুত করতে যা যা প্রয়োজন তার কাজ চলছে। যদি এই মিল্কমেইডের খুব চাহিদা বেড়ে যায় তাহলে ক্রয় করার সুযোগতো থাকছেই।

কিভাবে কাজ করে চলুন দেখি নেই ভিডিওতে।

 

ভিডিওতে দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিনে খুব সহজেই তাপমাত্রা, দুধের পরিমাণ সহ অনেক কিছু দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে গৃহিনীর দুশচিন্তা দূর হবে। 🙂

 

Leave a Comment